খেলা

চ্যাম্পিয়নশিপ লীগ শুরু

কাঞ্চনও জেতাতে পারলেন না ঢাকা সিটি এফসিকে

স্পোর্টস রিপোর্টার

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৪৩ পূর্বাহ্ন

গত মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে মাঠে নেমেছিলেন রোকনুজ্জামান কাঞ্চন। মূলত তার নৈপুণ্যেই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ থেকে প্রিমিয়ার লীগে উঠে আসে দলটি। কাঞ্চন বসুন্ধরা কিংসের হয়ে চলতি মৌসুমে  ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপও খেলেছেন। হঠাৎ করে তিনি আবার নাম লিখিয়েছেন চ্যাম্পিয়নশিপের আরেক ক্লাব ঢাকা সিটি এএফসিতে। নবাগত এই দলটির হয়ে গতকাল মাঠে নেমেছিলেন জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার। তবে, তার উপস্থিতিতেও জয় পায়নি ঢাকা সিটি। বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্তরের এই লীগের উদ্বোধনী দিনে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাছে ১-০ গোলে হেয়ে যায় তারা। ম্যাচের ৮৭ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ফরাশগঞ্জের স্ট্রাইকার আরিফ মিয়া।
ঢাকা সিটি এএফসি ফুটবল ক্লাবটি মূলত নৌবাহিনীর। এবারের লীগে তারা অন্যতম শক্তিশালী দল। ঢাকা সিটি প্রিমিয়ারে উঠার উদ্দেশ্যে ভালো দল গড়েছে। আর প্রিমিয়ার থেকে এক ধাপ নিচে চ্যাম্পিয়নশিপ লীগে খেলার কারণ হিসেবে কাঞ্চন বলেন, ‘খেলা পরবর্তী জীবনে নিরাপত্তা প্রয়োজন। সেই বিবেচনা করে এই সিদ্ধান্ত।’ নৌবাহিনী ক্রীড়াবিদদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। জাতীয় ফুটবলার ও হকি খেলোয়াড়ের অনেকেই নৌবাহিনীর অফিসার হিসেবে রয়েছেন। ফুটবলার মামুনুল ইসলাম, রায়হান হাসান, জাহিদ হাসান এমিলি, হকিতে রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়নসহ আরো অনেকেই রয়েছেন যারা চাকরি করছেন সরকারি এই সংস্থাটিতে। ঢাকা সিটি এফসিতে খেলে সেই সুযোগটিই কাজে লাগাতে চাইছেন কাঞ্চন। বলেন, ‘এই ক্লাবে ভালো খেলতে চাই। গোল করে দলকে জেতাতে চাই।’ উদ্বোধনী ম্যাচে ঢাকা সিটি এফসি অবশ্য হেরে গেছে। প্রিমিয়ার লীগের মতো চ্যাম্পিয়নশিপ লীগও শুরু হয়েছে প্রধান পৃষ্ঠপোষক ছাড়া। বাফুফের সিনিয়র সহসভাপতি ও লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি লীগের উদ্বোধন করেন কমলাপুর স্টেডিয়ামে। পৃষ্ঠপোষক সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বিদেশি কোম্পানি আমাদের প্রিমিয়ার-চ্যাম্পিয়নশিপ লীগ ও জুনিয়র ডিভিশনের স্বত্ব নিয়েছে। তারা টাইটেল, কো-স্পন্সর নিয়ে কাজ করছে। অনেকটা চূড়ান্ত। আমরা স্বত্বাধিকারীদের কাছ থেকে অর্থ পেয়েছি। স্বত্বাধিকারীরা স্পন্সরদের চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ এবারের চ্যাম্পিয়নশিপ লীগ থেকে দুইটি দল প্রিমিয়ারে উঠবে ও দুইটি দল অবনমিত হবে সিনিয়র ডিভিশন লীগে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status