খেলা

নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি

৪২০ রানের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় কিউদের

স্পোর্টস ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৪২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে ৪২০ রানের থ্রিলার ম্যাচে ভারতের বিপক্ষে জয় দেখলো নিউজিল্যান্ড। এতে সিরিজের ট্রফিও নিজেদের কাছে রেখে দিলো কিউইরা। গতকাল হ্যামিল্টনে বিগ স্কোরিং ম্যাচে মাত্র ৪ রানে হার দেখে ভারত। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১এ জিতে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। সেডন পার্ক স্টেডিয়ামে আগে ব্যাটিং শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২১২/৪-এ। জবাবে ২০৮/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে ভারত। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিং জুটিতে ৮০ রান জমা পড়ে নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে। টিম সাইফার্ট ৪৩, কলিন মানরো ৭২ কলিন গ্র্যান্ডহোম করেন ৩০ রান। ভারতের বল হাতে চার ওভারের স্পেলে মাত্র ২৬ রানে দুই উইকেট নেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। ভারতের শীর্ষ ব্যাটসম্যানরা সবাই কমবেশি রান পেলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ৪৩ রান আসে বিজয় শঙ্করের ব্যাট থেকে। রোহিত শর্মা ৩৮ ও দিনেশ কার্তিক করেন ৩৩ রান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েলিংটনে ২৩৯/৬ সংগ্রহ নিয়ে ৮০ রানে জয় দেখে নিউজিল্যান্ড। তবে অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিউইদের ইনিংস ১৫৮/৮-এ আটকে দিয়ে ৭ উইকেটের সহজ জয়ে সমতায় ফেরে ভারত। সিরিজে তিন ইনিংসে সর্বাধিক ১৩৯ রান করেন কিউই ওপেনার সাইফার্ট। কলিন মানরোর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বাধিক ১১৮ রান। বোলারদের জন্য খুব বেশি উজ্জ্বল ছিল না সিরিজটি। সিরিজের তিন ম্যাচে সর্বাধিক ৪ উইকেট শিকার খলিল আহমেদ,  ক্রুনাল পান্ডিয়া ও ডেরিল মিচেলের।
লজ্জার রেকর্ডে ‘পান্ডিয়া ব্রাদার্স’
হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে খরুচে বোলিংয়ে মোট ৯৮ রান দেন দুই ভাই হারদিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া। চার ওভারের স্পেলে পেসার হারদিক পান্ডিয়া দেন ৪৪ আর ক্রুনাল ৫৪ রান। দুজনই ছিলেন উইকেটশূন্য। হ্যামিল্টনে ম্যাচ শেষে লজ্জার এক রেকর্ডে নাম ওঠে পান্ডিয়া ব্রাদার্সের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খরুচে বোলিংয়ের রেকর্ডে শীর্ষ তিনে উঠে এলো পান্ডিয়া দুই ভাইয়ের নাম। নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের সিরিজের তিন ম্যাচে বল হাতে হারদিক পান্ডিয়া দিয়েছেন ১৩১ রান। আর বল হাতে সিরিজে ১১৯ রান দিয়েছেন বাঁ-হাতি স্পিনার ক্রুনাল। দ্বিপাক্ষিক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড ইংলিশ পেসার জেড ডার্নবাচের। ২০১৪ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৩ ম্যাচে বল হাতে ১৪১ রান দিয়েছিলেন এই  ইংলিশ পেসার।
সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত, ফিল্ডিং
নিউজিল্যান্ড: ২০ ওভার; ২১২/৪
ভারত: ২০ ওভার; ২০৮/৬
ফল: নিউজিল্যান্ড ৪ রানে জয়ী
ম্যাচ সেরা: কলিন মানরো
সিরিজ সেরা: টিম সাইফার্ট
তিন ম্যাচের সিরিজ: নিউজিল্যান্ড ২-১এ জয়ী
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status