বাংলারজমিন

তাড়াশে সোনিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৩৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে সোনিয়া খাতুন আম্বিয়াকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে তাড়াশ উপজেলা পরিষদের সামনে সোনিয়ার স্বজন, তাড়াশবাসীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ওই মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য রাখেন- তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার, সাবেক সাংগনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, প্রচার সম্পাদক আসাব আলী কিরণ, পৌর কমিশনার জালাল উদ্দিন, বে-সরকারি সংস্থা এনডিপির সহকারী ব্যবস্থাপক চন্দ্রনাগ, আলম হোসেন প্রমুখ।
বক্তাগণ দ্রুত বিচার আইনে সোনিয়া হত্যার বিচার, ও আসামিদের গ্রেপ্তার দাবি করেন। পরে তাড়াশ ইউএনও ইফ্‌ফাত জাহানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।  উল্লেখ্য, তাড়াশ সদরের উপজেলা পাড়ার শাহ-আলমের মেয়ে সোনিয়া খাতুন আম্বিয়াকে জেলার শাহজাদপুর উপজেলার ঘোড়শাল গ্রামের শাহজাহানের ছেলে আবুল কালামের সঙ্গে ৬ বছর পূর্বে বিয়ে দেন। গত বৃহস্পতিবার স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী আবুল কালাম তার নিজ বাড়িতে স্বজনদের সহযোগিতায় স্ত্রী সোনিয়াকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শুক্রবার সোনিয়ার বাবা শাহআলম বাদী হয়ে ১১ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status