বাংলারজমিন

গফরগাঁওয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গণডাকাতি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৩৩ পূর্বাহ্ন

গফরগাঁও-হোসেনপুর সড়কে গণডাকাতি হয়েছে। মালবাহী ট্রাক, বেশ কয়েকটি সিএনজি ও অটোরিকশার যাত্রীদের মারধর করে সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা। রোববার ভোরবেলায় গফরগাঁও-হোসেনপুর সড়কের পাগলা থানার দিঘীরপাড় নামক স্থানে এ গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কবলে পড়া যাত্রী ও চালকরা জানায়, দিঘীরপাড় টানপাড়ার শেখ বাড়ি দারুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানার সামনে ভোর সাড়ে চারটার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত গাছের গুঁড়ি ফেলে সড়কে ব্যারিকেড দিয়ে গরু ব্যবসায়ীদের একটি ট্রাক আটক করে। ব্যবসায়ীদের লাখ টাকা ছিনতাই করে টাকচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি আড়াআড়িভাবে সড়কের মাঝে রেখে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর একে একে ডাকাত দল আরও বেশ কয়েকাট সিএনজি ও অটোরিকশা আটক করে রামদা, চাইনিজ কুড়াল, ছুরি, ডেগার দিয়ে জিম্মি করে ১৫/২০ জন যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নেয়। এ সময় কয়েকজন নারী যাত্রী শ্লীলতাহানির শিকার হয়। যাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল সড়কের পাশের ব্রহ্মপুত্র নদে নেমে পালিয়ে যায়। উপজেলার খুরশীদমহল গ্রামের আব্দুল আজিজ জানান, আন্তঃনগর যমুনা ট্রেন ধরার জন্য গফরগাঁও স্টেশনে যাচ্ছিলেন। চিকিৎসার জন্য ট্রেনে করে ঢাকায় যাবেন, সঙ্গে ছিল ২০ হাজার টাকা । ডাকাত দল ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। সিএনজি চালক সুমন, আকরাম ও জালাল জানান, গত তিন-চার মাসে এই স্পটে বেশ কয়েকটি গণডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসী জানায়, গত মাসে এই স্পটে পাগলা থানা পুলিশের টহল গাড়ি ডাকাতদলের ব্যারিকেডের মুখে পড়েছিল। পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান জানান, বিষয়টি খোঁজ নেয়ার জন্য পুলিশ অফিসার ঘটনাস্থলে গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status