বাংলারজমিন

খুলনায় মেডিকেল শিক্ষার্থী নিখোঁজ

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৩২ পূর্বাহ্ন

খুলনা মেডিকেল কলেজের কে-২৪ ব্যাচের (৫ম বর্ষ) ছাত্র আল মাহমুদ সাকিব বিগত দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইলগুলোও বন্ধ। সঙ্গে ছিল একটি কালো রঙের লিভো মোটরসাইকেল ও একটি ল্যাপটপ। গত বৃহস্পতিবার বিকালে খুমেক’র বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছাত্রাবাস থেকে তার এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বের হন বলে তার সহপাঠীরা জানান। পিতা-মাতার একমাত্র ছেলে সাকিবকে হারিয়ে তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বিগ্নতা দেখা দিয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষও পুলিশসহ বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কিন্তু শনিবার পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে কোনো চক্র অপহরণ করতে পারে বলেও অনেকে ধারণা করছেন। এ ব্যাপারে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায় সাকিবের মামা মো. ইসমাইল হোসেন একটি সাধারণ ডায়েরি করেছেন। শুক্রবার দায়েরকৃত ওই জিডিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে সাকিব খুমেক’র ছাত্রাবাস থেকে বের হন। রাত ৮টার দিকে জনৈক জসিম (৩৫) এর মাধ্যমে সাকিবের রুম মেট নাসিম রেজা সোহানের কাছ থেকে বাড়িতে পাঠানোর নাম করে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি ট্যাব ও তিনটি মোবাইল ফোন নেয়া হয়। এছাড়া সাকিব বিকেলে রুম থেকে বের হওয়ার সময় তার নিজ ব্যবহৃত হুন্ডা লিভো মোটর সাইকেলটিও নিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক বলেন, সাধারণ ডায়েরি করার পর সাকিবকে উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে নিখোঁজ সাকিবের মোটর সাইকেলটি নগরীর ফেরিঘাটস্থ জিন্দামসজিদের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ মোড়ল বলেন, অত্যন্ত মেধাবী ও সদালাপী সাকিবের নিখোঁজের ঘটনায় কলেজ কর্তৃপক্ষও উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে সন্ধান চালাচ্ছেন। নিখোঁজ আল মাহমুদ সাকিবের পিতা মো. আজম হোসেন পাটোয়ারী একজন প্রকৌশলী। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরের উত্তর কাঞ্চননগর এলাকায় এবং বর্তমান ঠিকানা চট্টগ্রামের নন্দনকানস্থ টিঅ্যান্ডটি কলোনিতে। সাকিব চট্টগ্রামের ফৌজদার ক্যাডেট কলেজ থেকে ২০১২ সালে এসএসসি এবং ২০১৪ সালে এইচএসসি পাস করেন।  তারা তিন ভাইবোন। তার  আরো দুটি বোন আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status