বাংলারজমিন

মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৩০ পূর্বাহ্ন

মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাব কার্যালয়ে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হয়। সর্বোচ্চ ভোট পেয়ে রাকিবুল ইসলাম সোহাগ সভাপতি, সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন বাদশা নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন আরাফাত আল-আমিন। নির্বাচিত কার্যকরী পরিষদ ২০১৯-২০ দুই বছর কার্যক্রম পরিচালনা করবে। কমিটির অন্যান্য পর্ষদ হলেন, সিনিয়র সহ-সভাপতি একেএম গোলাম নবী খোকন, সহ-সভাপতি ফরিদ উদ্দিন সিদ্দিকী, এইচএম ফারুক, দেওয়ান সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক ফয়েজ মো. তুহিন, কোষাধ্যক্ষ বাবুল মুফতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ আল-আমিন, ক্রীড়া সম্পাদক সালেহ আকরাম, সাংস্কৃতিক সম্পাদক সিপাহি আল-আমিন, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, কার্যকরী সদস্য প্রভাষক আলমাছ মিয়া, আবদুল বারী বারেক, ইসমাইল খান টিটু, সাইফুল ইসলাম, ওমর ফারুক। কার্যকরী উপদেষ্টা সদস্য রোটা. আবদুল লতিফ মিয়াজী, সিনিয়র সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, আতিকুর রহমান দুলাল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ উদ্দিন সিদ্দিকী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল বারী বারেক ও আতিকুর রহমান দুলাল।
এদিকে, ইলেকট্রনিক্স মিডিয়াভিত্তিক সাংবাদিক সংগঠন ‘মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরাম’ এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছেঙ্গারচর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কার্যকরী পরিষদ ২০১৯-২০ মেয়াদে কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এইচএম ফারুক (আনন্দ টিভি), সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির (চ্যানেল এস), সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন (একাত্তর টিভি)। অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন- সহ-সভাপতি ইসমাইল খান টিটু (পল্লী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম (এসটিভি বাংলা), কার্যকরী সদস্য বোরহান উদ্দিন ডালিম (চ্যানেল এস) ও জাকির হোসেন বাদশা (এসটিভি বাংলা)।  উল্লেখ্য, মতলব উত্তর উপজেলায় এই প্রথম টেলিভিশন ভিত্তিক সাংবাদিক ফোরাম গঠিত হলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status