এক্সক্লুসিভ

চট্টগ্রামে গ্রন্থমেলা উদ্বোধনে তথ্যমন্ত্রী

সন্তানকে স্মার্টফোন না দিয়ে বই কিনে দিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:০৫ পূর্বাহ্ন

বাঙালিরা জন্মগতভাবে মেধাবী। দেশে এবং দেশের বাইরে মেধার সাক্ষর রেখে চলেছে বাঙালিরা। মেধা বিকাশের অন্যতম উৎস বই পড়া। একসময় আমাদের প্রজন্ম বই নিয়ে ব্যস্ত থাকতো। এখন আমাদের বই পড়ার নেশা চলে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি একটি বিরূপ প্রভাব ফেলেছে। তাই আপনারা সন্তানকে স্মার্টফোন কিনে না দিয়ে  বই কিনে দিন। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। চট্টগ্রাম সিটি মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে তথ্য প্রযুক্তির জ্ঞানার্জনের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।  প্রিয় অভিভাবকদের আমাদের বর্তমান প্রজন্মের দায়িত্ব নিতে হবে। ড. হাছান মাহমুদ বলেন, সকালের একটি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বেগম খালেদার মুক্তির জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। তিনি বেগম জিয়ার মুক্তি চেয়ে দেশের আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।
২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। সে সময়ে ২৪ জন নিহত, ৫০০ জন আহত হয়েছিল। সেদিনের দৃশ্য এদেশের বয়োবৃদ্ধ, যুবক, শিশু-কিশোররা পর্যন্ত এখনো ভুলেনি। আপনাদের অনুরোধ জানাবো আপনারা আইনি লড়াই করুন।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রকাশক শাহ আলম নিপু, কাউন্সিলর আবিদা আজাদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status