এক্সক্লুসিভ

নিয়োগ নিয়ে ঢাকা ওয়াসায় দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:০৪ পূর্বাহ্ন

ঢাকা ওয়াসায় মাস্টার রোল পদে নিয়োগকে কেন্দ্র করে গতকাল শ্রমিক ইউনিয়ন (সিবিএ) নেতাদের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। সাহাবুদ্দিন গ্রুপের হামলায় তিনজন সাধারণ শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছে প্রতিপক্ষ হাফিজউদ্দিন গ্রুপের নেতারা। আহত বদিউল, মঈদুল ও হাবিব উল্লাহ ভূঁইয়াকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বিকালে কাওরান বাজার এলাকার ওয়াসা ভবনের সামনে কয়েক ঘণ্টা ধরে শ্রমিকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকাল সাড়ে চারটার দিকে সাহাবুদ্দিন গ্রুপের কয়েকজনকে ধাওয়া দেয় হাফিজ গ্রুপের শ্রমিকরা। এ সময় তারা প্রগতি টাওয়ারের সামনে গিয়ে আশ্রয় নিলে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। বেসরকারি একটি টেলিভিশনের ক্যামেরাপারসন ছবি তুলতে গেলে তার ওপর চড়াও হয় শ্রমিকরা। পুলিশের সামনেই চলতে থাকে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলা। ঢাকা ওয়াসার শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে থাকা সাহাবুদ্দিন প্যানেলের যাত্রাবাড়ী জোনের সভাপতি আহসান হাবিব খান রিপন অভিযোগ করেন,  রোববার বিকালে মাস্টার রোল পদে ৫০ জনের চূড়ান্ত মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে চাঁদা দাবি করে সাহাবুদ্দিন গ্রুপের আনোয়ার, শাহীন, সাহাবুদ্দিন ও তাদের সঙ্গে থাকা বহিরাগত লোকজন। তারা নিরীহ তিন শ্রমিককে মারধর করে বলেও অভিযোগ করেন আহসান হাবিব। তিনি বলেন, আমাদের শ্রমিকদের মারধর করলে আমরাও তাদের ধাওয়া দিই। পরে তারা পালিয়ে যায়। আনোয়ার, শাহীন ও সাহাবুদ্দিন তিনজনকেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওয়াসা থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা ওয়াসার আরেক শ্রমিক নেতা মোহাম্মদ কাওসার আলম বলেন, ওভারটাইম ভাতা বিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা করা নিয়ে দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। মন্ত্রণালয়, ইউনিয়ন এবং ওয়াসা বিষয়টির সমাধানে কাজ করছে। তবে, বিষয়টি নিয়ে সাহাবুদ্দিন গ্রুপের শ্রমিকরা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা ওয়াসায় কাজের পরিবেশ ঠিক রাখতে আরো ৪ হাজার শ্রমিক নিয়োগ দিতে হবে বলেও জানান এই শ্রমিক নেতা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status