বাংলারজমিন

কটিয়াদীতে গ্রন্থাগার আন্দোলন দীপশিখার শুভ সূচনা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:০০ পূর্বাহ্ন

 ‘একটি গ্রাম, একটি গ্রন্থাগার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রন্থাগার আন্দোলন দীপশিখার শুভ সূচনা করা হয়েছে। শনিবার উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে দীপশিখা গ্রন্থাগার কার্যালয়ে আয়োজিত আন্দোলনের শুভসূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপসচিব ও কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা সরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক আজিজুল হক সুমন। সভাপতিত্ব করেন কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগারের উপদেষ্টা আবদুর রহমান রুমী, বক্তব্য রাখেন, আবুল কাসেম কাজী, রুহুল আমিন রাজু, রফিকুল হায়দার টিটু, রাজীব সরকার পলাশ, বদরুল আলম নাঈম, এসডি সজিব প্রমুখ। বক্তারা বলেন, ফেকামারা গ্রাম থেকে যে আন্দোলনের শুভসূচনা করা হয়েছে তা প্রথমে এ উপজেলার প্রতিটি গ্রামে একটি গ্রন্থাগার গড়ে তোলা এবং তা পর্যায়ক্রমে জেলা তথা সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে একটি করে গ্রন্থাগার গড়ে তোলে ছাত্রছাত্রী তথা এলাকার সাধারণ মানুষের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই কেবল যুবসামাজকে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সমাজের নানা অনিয়ম দুর্নীতির করালগ্রাস থেকে মুক্ত করে একটি টেকসই উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানে দীপশিখা গ্রন্থাগারের একটি বিরল সংগ্রহ শ্রী কেদারনাথ মজুমদার রচিত ১৯০৬ সালে প্রকাশিত ‘ময়মনসিংহের ইতিহাস’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে এলাকার নারী পুরুষ, শিশু, বৃদ্ধ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status