বাংলারজমিন

সিদ্ধিরগঞ্জে মানব পাচারকারী চক্রের নারীসহ দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৮:৩২ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলো- শেফালী বেগম (৫০) ও মামুন (৩৫)। এরমধ্যে শেফালীর বাসা থেকে মানব পাচারের শিকার এক যুবতী (২২)কে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে থানার আটিস্থ ভূমিপল্লী আবাসিক এলাকার একটি ভবন থেকে শেফালী এবং তার তথ্যমতে আদমজীর কদমতলী থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শেফালী বেগম দীর্ঘ কয়েক বছর যাবত নারায়ণগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্যামিলি বাসার ছদ্মবেশে পতিতাবৃত্তির ব্যবসা করে আসছে। দেশের বিভিন্ন জেলা থেকে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মাধ্যমে যুবতী মেয়েদের অধিক বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারিত করে নিয়ে এসে জিম্মি করে জোরপূর্বক অসামাজিক (পতিতাবৃত্তি) কাজে ব্যবহার করতো। তাছাড়া তার অধীনে অনেক যৌনকর্মী ও খদ্দের রয়েছে। গ্রেপ্তারকৃত মামুন তার একজন নিয়মিত খদ্দের। পরিচয়ের সূত্রে মামুন উদ্ধারকৃত যুবতীকে অধিক বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসে। প্রথমে ওই যুবতীকে ঢাকার কমলাপুর এলাকায় একটি আবাসিক হোটেলে রাখে। মামুন হোটেল কক্ষে জোরপূর্বক যুবতীর শ্লীলতাহানির চেষ্টা করে। পরে চাকরি দেয়ার নামে প্রতারণা করে ১০ হাজার টাকার বিনিময়ে ওই যুবতীকে শেফালী বেগমের হাতে তুলে দেয়। শেফালী বেগম যুবতীকে তার বাসায় জিম্মি ও মারধর করে নিয়মিত খদ্দেরদের সঙ্গে অসামাজিক কাজে বাধ্য করতো। র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status