বিনোদন

একুশে গ্রন্থমেলায় আফজাল হোসেনের দুই বই

স্টাফ রিপোর্টার

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৮:১১ পূর্বাহ্ন

প্রতিবারের মতো এবারো একুশে গ্রন্থমেলায় প্রকাশ হচ্ছে অভিনেতা, নির্মাতা, চিত্রশিল্পী আফজাল হোসেনের লেখা দুটি বই। এগুলো হচ্ছে কবিতার বই ‘১৯ নম্বর কবিতা মোকাম’ এবং গল্পের বই ‘সাবান মাখা রোদ’। আফজাল হোসেন জানান, কবিতার বইটিতে ৫০টিরও বেশি কবিতা রয়েছে। আর গল্পের বইটিতে বিভিন্ন সময়ে তার লেখা প্রকাশিত ও অপ্রকাশিত বিভিন্ন বিষয়ভিত্তিক ১৪টি গল্প আছে। একুশে গ্রন্থমেলায় বই দুটি প্রকাশ হওয়ার লক্ষ্যে আজ বিকাল তিনটায় রাজধানীর ধানমণ্ডির ছায়ানট প্রাঙ্গণে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। বই দুটি প্রকাশ হচ্ছে অনন্যা প্রকাশনী থেকে। আফজাল হোসেন বলেন, একুশে গ্রন্থমেলা এলেই সাধারণত পাঠক এবং লেখক
অন্যরকম এক ভালোলাগা নিয়ে জেগে ওঠেন। যে কারণে প্রত্যেক লেখকেরই এই মেলাকে ঘিরে বই প্রকাশের পরিকল্পনা থাকে। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। যেহেতু বছরের নির্দিষ্ট এই সময়ে পাঠকের উপস্থিতিও অনেক বেশি থাকে। তাই একজন লেখক তার সেরা লেখাটিই গ্রন্থমেলায় পাঠকের হাতে তুলে দেয়ার চেষ্টা করেন। আমারও ঠিক একই রকম চেষ্টা থাকে। উল্লেখ্য, গ্রন্থমেলায় আফজাল হোসেনের প্রথম বই প্রকাশ হয়েছিল তিন দশকেরও বেশি সময় আগে তারই বন্ধু ইমদাদুল হক মিলনের সঙ্গে যৌথভাবে ‘যুবকদ্বয়’ নামে। এটিও অনন্যা প্রকাশনী থেকেই প্রকাশ হয়েছিল। গত বছর একই প্রকাশনা থেকে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছিল চারটি উপন্যাসের সমাহার ‘চার দরজা’ এবং বারোটি গল্প নিয়ে গল্প সমাহার ‘জাহাঙ্গীর বাদশাহর ঘোড়া’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status