বিনোদন

এবার নেটফ্লিক্সে ‘কমলা রকেট’

স্টাফ রিপোর্টার

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৩:০৩ পূর্বাহ্ন

বিশ্বের জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এবার দর্শকরা দেখতে পাবেন বাংলাদেশের ‘কমলা রকেট’ ছবিটি। এজন্য বেশ উচ্ছ্বসিত ছবিটির পরিচালক নূর ইমরান মিঠু। আজ এই সুখবর জানিয়েছেন তিনি। এই মুহূর্তে সারা বিশ্বে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার রয়েছে ১৩ কোটি ৭০ লাখ। নেটফ্লিক্সের বিভিন্ন কনটেন্ট প্রতিনিয়ত বিশ্বের প্রায় ১৪ কোটি মানুষ দেখছে। এত বিশালসংখ্যক দর্শকশ্রেণির সামনে খুব কম ছবিই এর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। এবারই প্রথম ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের কোনো ছবি নেটফ্লিক্সে স্থান পেল। গত বছর মুক্তি পায় ‘কমলা রকেট’। এরপর বেশকিছু চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করার পাশাপাশি পুরস্কার অর্জনও করেছে ছবিটি। গত বছর শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমলা রকেট’-এর সুবাদে সেরা নতুন পরিচালক পুরস্কার পান নূর ইমরান মিঠু। সম্প্রতি ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ফিল্ম মার্কেটসহ ভারত ও নেপালের বেশ কয়েকটি উৎসবে দেখানো হয় ছবিটি। গত মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে লড়েছে এটি। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। তার সঙ্গে মিলে এর চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক মিঠু। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ এবং মোশাররফ করিম। এছাড়া আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status