বাংলারজমিন

‘আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:১৩ পূর্বাহ্ন

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সমপাদক হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা-দেশমাতা খালেদা জিয়াকে দীর্ঘ একবছর চরম অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারান্তরীণ করে রাখা হয়েছে। অত্যন্ত নিষ্ঠুর এবং নানা কায়দায় তাকে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে। শনিবার বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরীর নাসিমন ভবনে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ নির্বাসিত। একটি অবৈধ সরকার দীর্ঘদিন ধরে আমাদের সোনার বাংলাদেশকে অবরুদ্ধ করে রেখেছে। দেশের আইনের শাসন এবং মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা অপকর্ম অব্যাহত রেখে চলেছে। স্বৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হওয়া এই সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়। কিন্তু তারা জানে না বিএনপি এদেশের ১৬ কোটি মানুষের দল। এই দলকে দমিয়ে রাখা বা নিশ্চিহ্ন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, অতীতের কোন স্বৈরশাসক বেশিদিন টিকতে পারেনি। ইতিহাসে তাদের সুখকর কোন পতনের নজির নেই। দেশের সর্বসাধরণের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে কারাগারে রাখা মানে পুরো দেশের গণতন্ত্রকে কারাগারে রাখা। ইনশাআল্লাহ এই দেশের সাধারণ জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাকে কারাগার থেকে মুক্ত করা হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সমপাদক সাহেদ বক্স, সহ-দপ্তর সমপাদক ইদ্রিস আলী, আইন বিষয়ক সমপাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সমপাদক ডা. সরওয়ারুল আলম, তথ্য ও গবেষণা সমপাদক হামিদ হোসেন, কুটির শিল্প বিষয়ক সমপাদক আব্দুন নবী প্রিন্স, মহিলা দলের সহ-সাধারণ সমপাদক জেলী চৌধুরী, মহানগর বিএনপির বিএনপির শ্রম বিষয়ক সমপাদক আবু মুসা, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি এইচ এম রাশেদ খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সমপাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status