বাংলারজমিন

নওগাঁয় কৃষকের সড়ক অবরোধ

নওগাঁ প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:১২ পূর্বাহ্ন

ফসলের ন্যায্য মূল্যের দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের ব্রিজ মোড় এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন বাংলাদেশ কৃষক সমিতি নওগাঁ জেলা শাখা। এ সময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সভাপতি মহসীন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবি নেতা অ্যাডভোকেট মোমিনুল ইসলাম স্বপন, ছাত্র নেতা উজ্জ্বল হোসেন, আদিবাসী নেত্রী রেবেকা সরেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,  নওগাঁয় কৃষকরা ১ হালি ফুলকপি ও পাতাকপি বিক্রি করছেন ৬ থেকে ৮ টাকায়। অথচ এই কপিই ভোক্তা দের কিনতে হচ্ছে প্রতিটি নওগাঁ শহরে ১০ থেকে ১৫ টাকা এবং অন্যান্য শহরে ২০ থেকে ২৫ টাকায়। একই অবস্থা অন্যান্য সবজির ক্ষেত্রেও। এর ফলে কৃষক ও ভোক্তারা উভয়েই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হলেও লাভবান হচ্ছেন ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীরা। এ অবস্থায় ধানসহ সকল  ফসলের লাভজনক দাম, কৃষি উপকরণ নায্য মূল্যে সরবরাহ ও প্রতিটি  ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু করার দাবি জানান বক্তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status