বাংলারজমিন

ওসমানীনগরে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:১২ পূর্বাহ্ন

সিলেটের ওসমানীনগরে উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনায় ৩টি শটগান, ৪ রাউন্ড গুলি, ১টি গ্রিল কাটার, ১টি রামদা ও ১টি ধারালো চাকুসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ১ জোড়া ঝুমকা, ৩টি কানের দুল, গলানো কিছু স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রির ১ লাখ ৫ হাজার ৭০০ টাকাসহ আরো দুই জুয়েলারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে এবং শনিবার দুপুরে মৌলভীবাজার শহর, রাজনগর, ওসমানীনগর ও জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলো- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পূর্ব তিলক গ্রামের জসির খানের ছেলে আবদুল কাইয়ুম ওরফে মিজান (২৪), একই উপজেলার চক তিলক গ্রামের বেলায়েত মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৪), বালাগঞ্জ উপজেলার আহমদপুর গ্রামের আনছার আলীর ছেলে রাজু আহমদ (১৯), ওসমানীনগরের তাজপুর ইউপির রবিদাস সোনারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মাসুক মিয়ার ছেলে সাব্বির আহমদ (২৪), কানাইঘাট উপজেলার জয়পুর গ্রামের মৃত ছৈইদুর রহমানের ছেলে ছয়ফুল আলম ওরফে সাইফুল আলম (৪০), বালাগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের মফসির আলীর ছেলে হাজারী শিপন ওরফে শিপন হাজারী (২৮) ও মৌলভীবাজারের এনআরবি জুয়েলার্সের সত্যজিত দাস ও নাসির খান।
গতকাল বিকালে গ্রেপ্তার ডাকাতসহ উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে অবহিত করেন ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন। ওসি এ সময় সাংবাদিকদের আরো জানান, ডাকাতির সঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম পরিচয় পাওয়া গেছে। তাদের  গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status