খেলা

অনুশীলন করেন নি মেসি

বিলবাওয়ের মাঠে মেসির খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:০৯ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’র ৬৩ মিনিটে মাঠে নামলেও লিওনেল মেসির খেলায় ছিল না ছন্দ। আর দলের সেরা তারকার ফিটনেস নিয়ে অস্বস্তি কাটছে না বার্সেলোনার। গতকাল অনুশীলন না করায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মেসির খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। লা লিগায় আজ বিলবাওয়ের মাঠে নামবে বার্সা। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় খেলা শুরু হবে। গত মৌসুমে সান ম্যামেস স্টেডিয়াম থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল কাতালানরা। নিজেদের আগের ম্যাচে ন্যু ক্যাম্পে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সা। দলের প্রয়োজনে নিষ্প্রভ ফিলিপ্পে কুটিনহোকে তুলে মেসিকে নামান কোচ আরনেস্তো ভালভার্দে। ফেব্রুয়ারির ব্যস্ত সূচি সামনে রেখে বিলবাওয়ের বিপক্ষে মেসিকে খেলাবেন না কি বিশ্রাম দেবেন সেটিই এখন বড় প্রশ্ন। এই সপ্তাহেই ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে অলিম্পিক লিঁওয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ রয়েছে। মেসির অনুশীলন মিসের সঙ্গে ভালভার্দের জন্য দুঃসংবাদ বয়ে আনে আর্থার মেলোর চোট। এল ক্লাসিকো’তে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তবে বার্সা কোচের জন্য স্বস্তির খবর, অনুশীলনে ফিরেছেন উসমান দেম্বেলে ও স্যামুয়েল উমতিতি। গোড়ালির চোটের কারণে টানা পাঁচ ম্যাচ মিস করেন দারুণ ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। আর অনেক দিন থেকেই হাঁটুর ইনজুরিতে ভোগেন ফ্রেঞ্চ সেন্টারব্যাক উমতিতি। বিলবাওয়ের বিপক্ষে লেফটব্যাক জর্ডি আলবাকেও পাচ্ছেন না ভালভার্দে। লীগ মৌসুমে পঞ্চম হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। লা লিগায় গত শনিবার ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলের ড্রয়ে ডান পায়ের উরুতে চোট পান মেসি। নিজ মাঠে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও মেসির জোড়া গোলেই হার এড়ায় বার্সেলোনা। আর টানা দুই ম্যাচ ড্রয়ের পর কাতালানদের সামনে জয়ে ফেরার চ্যালেঞ্জ। অন্যদিকে, নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-১ গোলে হার দেখে বিলবাও। পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে ২৪ পয়েন্ট পিছিয়ে থাকা বিলবাও রেলিগেশন জোন থেকে মাত্র ৩ পয়েন্ট উপরে। ২২ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৫০ পয়েন্ট। সমান ম্যাচে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ (৪৪) ও রিয়াল মাদ্রিদ (৪২)। বিলবাওয়ের পুঁজি ২২ ম্যাচে ২৬ পয়েন্ট। অবস্থান ১২তম। বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম দেখায় ন্যু ক্যাম্পে ১-১ গোলের ড্র থেকে অনুপ্রেরণা নিতে পারে বিলবাও। একাদশে মেসি না থাকলে সেটিও হবে বাড়তি অনুপ্রেরণা!
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status