খেলা

আগুনে মারা যাওয়া দশজনই ফুটবলার

স্পোর্টস ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

ব্রাজিলের সবচেয়ে বড় ক্লাব ফ্লামেঙ্গোর অনুশীলন কেন্দ্রের কাছে ডরমিটরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া দশজনই ফুটবলার। গতকাল বিষয়টি নিশ্চিত করে মৃত দশ ফুটবলারের নাম প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ। এয়ার কন্ডিশন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ক্লাবের একজন কিশোর ফুটবলার। ফিলিপ কার্ডোসো (অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার) বলেন, ‘এয়ারকন্ডিশনে আগুন লেগে যায়, এবং আমি দৌড়ে বেরিয়ে আসি। ঈশ্বরকে ধন্যবাদ, আমি ঠিকঠাকভাবে বেরিয়ে আসতে পেরেছি।’ ফ্লামেঙ্গো ক্লাবের সভাপতি রোডলফো লান্ডিম বলেন, ‘১২৩ বছরের ইতিহাসে প্রথমবার এমন ট্র্যাজেডির ঘটনা ঘটলো ক্লাবটিতে। এখন আমরা গুরুত্ব সহকারে চেষ্টা করছি নিহতদের পরিবারের কষ্ট কিভাবে কমানো যায়।’ ফ্লামেঙ্গে ফুটবল ক্লাব নিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে বলেন, ‘ফ্লামেঙ্গো ক্লাবটি হলো এমন একটি জায়গা যেখানে কিশোররা তাদের স্বপ্ন বাস্তবায়ন করে। ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এটা খুব দুঃখের দিন।’ প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারও সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে সমবেদনা জানিয়ে পোস্ট করেন ‘আমার সহানুভূতি।’ অগ্নিকাণ্ডে আহত ফুটবলারদের চিকিৎসার সকল খরচের দায়িত্ব নিবেন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধানমন্ত্রী জাইর বোলসোনারো। টুইট বার্তায় তিনি লিখেন, ‘তাদের পেশাদারিত্বের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।’ ফ্লামেঙ্গে অগ্নিকাণ্ডে নিহতদের নাম প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমগুলোতে। নিহত দশ ফুটবলরের বয়স ১৪-১৬ বছর। নিহত কিশোর ফুটবলাররা হলো: আর্থুর ভিনিসিউসু সিলভা, অ্যাথিলা পাইজাও, বেরনার্ডো পিসেত্তা, ক্রিস্টিয়ান এসমেরিও, ভিতর ইসায়েলস, পাবলো হেনরিক, জর্জ এডুয়ারডো, স্যামুয়েল থমাস, গেডসন সান্তোস ও রয়কেলমো ভিয়ানা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status