খেলা

টানা চতুর্থ জয় বসুন্ধরার

স্পোর্টস রিপোর্টার

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

প্রিমিয়ার লীগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে নবাগত দলটি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গতকাল ৩-১ গোলে জিতে বসুন্ধরা কিংস। টানা চার জয়ে ১২ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলা ঢাকা আবাহনীর সংগ্রহও সমান ১২ পয়েন্ট।
এদিন ম্যাচের সপ্তম মিনিটে দেনিয়েল কলিনদ্রেস সোলেরার কর্নারের পর ডি-বক্সের জটলার ভেতর থেকে প্লেসিং শটে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন সুশান্ত ত্রিপুরা। ১৯তম মিনিটে জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতো স্পট কিকে মুক্তিযোদ্ধা সংসদকে সমতায় ফেরান। বালো ফামুসাকে গোলরক্ষক আনিসুর রহমান জিকো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। দ্বিতীয়ার্ধে দারুণ খেলা বসুন্ধরা আরো দুই গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে নেয়। ৭০তম মিনিটে মতিন মিয়া দলকে ফের এগিয়ে নেয়ার চার মিনিট পর দারুণ ফ্রি কিকে ব্যবধান বাড়ান কোস্টারিকার ফরোয়ার্ড সোলেরা। ১২ পয়েন্ট আবাহনী লিমিটেডেরও। তবে লীগের বর্তমান চ্যাম্পিয়নরা বসুন্ধরা কিংসের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। পাঁচ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৬।
পয়েন্টের দেখা পেলো নোফেল
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে ড্র করে প্রিমিয়ার লীগে নিজেদের পয়েন্টের খাতা খুলেছে নবাগত দল নোফেল স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। ২৫তম মিনিটে সতীর্থের কর্নারে মনডে ওসাগি হেড করার পর গোলমুখ থেকে সহজেই রহমতগঞ্জকে এগিয়ে নেন কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও। সাত মিনিট পর ফয়সাল আহমেদের ফ্রি কিকে নাইজেরিয়ান ডিফেন্ডার মনডের হেড দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আগের তিন ম্যাচে টানা হেরে আসা নোফেল। ৫০তম মিনিটে ইসমাইল বাঙ্গুরার বাড়ানো বল জালে জড়িয়ে দলকে ম্যাচে ফেরান মোহাম্মদ রোমান। ৬০তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান গিনির ফরোয়ার্ড বাঙ্গুরা। বাকিটা সময় পার করে দিয়ে প্রথম পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নোফেল। পাঁচ ম্যাচে তিন ড্রয়ে ৩ পয়েন্ট রহমতগঞ্জের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status