খেলা

পায়ের চিকিৎসায় বার্সেলোনায় নেইমার

স্পোর্টস ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

পায়ের পাতার হাড় ভেঙে যাওয়ায় ১০ সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে নেইমারকে। আর চিকিৎসার জন্য সাবেক ক্লাব বার্সেলোনা শহরে উড়ে যান ব্রাজিলিয়ান সুপারস্টার। চিকিৎসা নিয়ে ইতিমধ্যেই স্পেন ছেড়েছেন তিনি। তবে বিমানবন্দরে গাড়ি থেকে ক্র্যাচে ভর করে নামার পর মিডিয়া এড়িয়ে সোজা বিমানে ওঠেন নেইমার। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলেননি। ২০১৭ সালে চারবছরের বার্সা অধ্যায়ের ইতি টেনে প্যারিসে পাড়ি জমান নেইমার। গড়েন ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো)। গত মাসে ফ্রেঞ্চ কাপে স্ট্রাসবার্গের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে মারাত্মক চোট পান নেইমার। ভেঙে যায় ডান পায়ের পঞ্চম মেটাটারসাল (পায়ের পাতার হাড়)। একই জায়গায় অস্ত্রোপচার করে ২০১৮ বিশ্বকাপের আগমুহূর্তে মাঠে ফিরেছিলেন নেইমার। তবে এবার অপারেশন করা লাগবে না বলে মত দেন বিশেষজ্ঞ মেডিকেল টিম। নিবিড় চিকিৎসার মধ্য দিয়ে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া চলবে বলে নিশ্চিত করে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর নেইমারকে ছাড়াই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো রাউন্ডে খেলতে হবে পিএসজিকে। আগামী ১২ই ফেব্রুয়ারি ওল্ড ট্র্যাফোর্ড সফর করবে ফরাসি চ্যাম্পিয়নরা। প্যারিসে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল নির্ধারণী দ্বিতীয় লেগের খেলা মাঠে গড়াবে ৬ই মার্চ। ইনজুরিতে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন নেইমার। পিএসজি’র হয়ে এ  মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ বার বল পাঠান তিনি। গত ৫ই ফেব্রুয়ারি ২৭ বছরে পা রাখেন নেইমার। আর জন্মদিনে আবেগাপ্লুত নেইমার কান্নাভেজা চোখে দুঃখ করে বলেন, ‘আজ জন্মদিনে উপহার হিসেবে যেটা সবচেয়ে বেশি চাচ্ছি, সেটা হলো একটা নতুন মেটাটারসাল। এতে আমি মাঠে লড়তে পারবো এবং যা করতে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা অর্থাৎ ফুটবল খেলতে পারবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status