খেলা

পগবার জোড়া গোলে টপ ফোরে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:০৭ পূর্বাহ্ন

ওলে গানার সুলশারের ছোঁয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের উড়ন্ত পারফরমেন্স চলছেই। এবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের পরবর্তী মৌসুমে খেলার দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেল রেড ডেভিলরা। গতকাল পল পগবার জোড়া গোলের নৈপুণ্যে ফুলহ্যামের মাঠ থেকে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে ম্যানইউ। এতে এক ম্যাচ কম খেলা চেলসিকে সরিয়ে প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নাম লেখায় তারা। গত ডিসেম্বরে প্রধান কোচ হিসেবে হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হন ম্যানইউরই সাবেক তারকা খেলোয়াড় সুলশার। আর এই নরওয়েজিয়ান কোচের অধীনে টানা ১১ ম্যাচ অপরাজিত (১০ জয়, ১ ড্র) থাকলো ম্যানইউ। গত মাসে নিজেদের শেষ ম্যাচে প্রথম পয়েন্ট খোয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। নিজ মাঠে বার্নলির বিপক্ষে শেষ পাঁচ মিনিটের ম্যাজিকে ২-২ সমতায় ফেরে ম্যানইউ। এর পরের ম্যাচেই লেস্টার সিটির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে সুলশারের দল। এবার এলো টানা দ্বিতীয় জয়। গতকাল ফুলহ্যামের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয় ম্যানইউ। ম্যাচের ১৪ মিনিটে স্বদেশী অ্যান্তনি মার্শিয়ালের পাস ধরে দুরূহ অ্যাঙ্গেল থেকে গোলের সূচনা করেন পগবা। ২৩ মিনিটে দু’জনকে কাটিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড মার্শিয়াল। আর ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান মিডফিল্ডার পগবা। ২৬ ম্যাচে ১৫ জয়, ৬ ড্র ও ৫ হারে ম্যানইউর সংগ্রহ ৫১ পয়েন্ট। ২৫ ম্যাচে চেলসির পুঁজি ৫০ পয়েন্ট। আজ ম্যানচেস্টার সিটির মাঠে নামবে চেলসি। ওল্ড ট্রাফোর্ডে আগামী ১২ই ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি হবে ম্যানইউ-পিএসজি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status