খেলা

যুব টেস্টেও জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:০৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে প্রথম যুব টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। গতকাল তৃতীয় দিন শেষে স্বাগতিক বোলারদের কাছে দ্বিতীয় ইনিংসে অসহায় ইংলিশরা। ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে এদিন খেলা শেষ করেছে তারা। ৪ উইকেট হাতে রেখে এখনো ২৯ রানে পিছিয়ে ইংল্যান্ড। বাকি উইকেটগুলো দ্রুত নিতে পারলে চারদিনের এই টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা বাংলাদেশের সামনে। অবশ্য ইংল্যান্ড লিড পেয়ে গেলেও লক্ষ্যটা বড় হোক, চাইবে না স্বাগতিকরা। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৮০ রান। জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে। ১১৮ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড খেলতে নামে দ্বিতীয় ইনিংস। মাত্র ২০ রানে প্রথম উইকেট হারায় তারা। জর্জ ব্যালডারসন ১০ রানে মিনহাজুর রহমানের শিকার হন। এরপর বেন চার্লসওর্থ ও লুইস গোল্ডসওর্থির জুটি প্রতিরোধ গড়েছিল। কিন্তু আসাদউল্লাহ গালিবের ব্রেকথ্রু ভাঙন ধরায় সফরকারীদের ব্যাটিং লাইনে। ৩২ রানের এই জুটি ভেঙে টানা তিন ওভারে ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান বাংলাদেশি বোলার। চার্লসওর্থ ২০, গোল্ডসওর্থি ১৭ ও জেমি স্মিথ শূন্য রানের শিকার হন।
৫৮ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর অধিনায়ক টম ল্যামোনবি ১২ রানে ও ড্যান মোসলে ৪ রানে ফিরে যান। জর্জ হিল ১২ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে হলম্যান তিন বল খেলেও রানের খাতা না খুলে দিন শেষ করেন।
গালিব এদিন সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। দুটি পান মিনহাজুর।
৫ উইকেটে ২৬৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৫৬ রানে অপরাজিত ছিলেন আকবর আলী। শাহাদত হোসেনের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন অধিনায়ক। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান করেন ৯৭ বলে ৮২ রান, ১১টি চার ও ১ ছয়ের কল্যাণে।
শাহাদতের ইনিংস সেরা স্কোরে বাংলাদেশ প্রায় চারশর ঘরে রান তোলে। তিনি ৮৪ রানে আউট হলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তার ১১৪ বলের ইনিংস ছিল ১২টি চার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status