ষোলো আনা

শিশুবান্ধব বইমেলা

ষোলো আনা ডেস্ক

৮ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:৪৪ পূর্বাহ্ন

বাবা মায়ের হাত ধরে প্রতিদিনই শিশুরা আসছে গ্রন্থমেলায়। ঘুরে ঘুরে শিশু ও অভিভাবকরা খোঁজ নিচ্ছেন নতুন বইয়ের।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ছোটদের মজার মজার সব বইয়ের দোকান এবং বিনোদন কেন্দ্র নিয়ে সাজানো হয়েছে শিশু চত্বর। শিশু চত্বরে প্রবেশ করলেই মনে হবে এ যেন কোনো শিশুরাজ্য। যেখানে শিশু-কিশোরদের রাজত্ব। এখানে রয়েছে শিশু-কিশোরদের সায়েন্স ফিকশন, ভূতের গল্প, কৌতুক এবং ছড়াসহ নানা ধরনের সব বই।

মেলার মূল আকর্ষণ ছিল শিশুচত্বরে সিসিমপুরের পরিবেশনা। অনেক শিশু পছন্দের কার্টুন আছে এমন বই খুঁজে বেড়ান মেলাজুড়ে। শিশু চত্বরে বটতলাকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। যেখানে শিশুরা হইহুল্লোড় আর খেলাধুলায় মেতে উঠেছে

শিশুদের চাহিদার কথা মাথায় রেখে লেখক ও প্রকাশকরা শিশুদের প্রিয় সব কার্টুন ও কমিকস চরিত্রগুলো তুলে ধরছেন মলাটের ভেতরে। তবে অনেক বাচ্চা মেলায় এসে ছড়া ও কবিতার বই না খুঁজে খুঁজছেন টিভি সিরিজের কার্টুন ক্যারেক্টারগুলোর বই। গ্রন্থমেলায় বরাবরের মতোই শিশুদের জন্য এসেছে নতুন নতুন গল্প, উপন্যাস, ছড়াসহ অনেক বই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status