ভারত

সন্তান জন্ম দেয়ার আগে সম্মতি নিতে হবে গর্ভস্থ ভ্রুণের

কলকাতা প্রতিনিধি

৬ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ১:৩৯ পূর্বাহ্ন

এক্সসন্তান জন্ম দেয়ার আগে সম্মতি নিতে হবে গর্ভস্থ ভ্রুণের। স্রেফ যৌন আনন্দ এবং নিজেদের ইচ্ছায় কোনভাবেই সন্তানকে ভূমিষ্ঠ করা যাবে না। গর্ভস্থ ভ্রুণ সম্মতি না দিলে মা, বাবা মানবজন্ম দিতে পারবে না, আলোর মুখ দেখাতে পারবে না গর্ভস্থ শিশুকে। অবাক হওয়ার মতো এই দাবিকে সামনে রেখেই ভারতের নানা প্রান্তে একদল যুবক-যুবতী আন্দোলন গড়ে তুলছেন। এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে,  দ্য ভলেন্টারি হিউম্যান এক্সটিঙ্কশন মুভমেন্ট। সন্তানশূণ্য পৃথিবীর লক্ষ্যে এরা জনমত সংগঠিত করছেন। এই আন্দোলনের সদস্যরা জানিয়েছেন, ভ্রুণের সম্মতি ছাড়া সন্তানকে পৃথিবীর আলো দেখানো অপরাধ। এতে মানবজীবনে অনেক দুর্ভোগের শিকার হতে হয় সন্তানদের। তাদের মতে, মা-বাবারা ভবিষ্যতের কথা না ভেবে সন্তানের জন্ম দেয়ার ফলে অনেক কষ্টও করতে হয় সন্তানদের। আর তাই আগামী ১০ ফেব্রুয়ারি বাঙ্গালুরুতে জাতীয় সম্মেলন আহ্বান করা হয়েছে। এই আন্দোলনের মূল কথা, স্টপ মেকিং বেবিজ। অ্যান্টি ন্যাটালিজম আন্দোলনের অন্যতম প্রবক্তা ২৭ বছরের মুম্বইয়ের যুবক রাফায়েল স্যামুয়েল অনেকদিন ধরেই মানবজন্মের আগে সন্তানের সম্মতি নিতে হবে, এই আন্দোলনকে ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন । স্যামুয়েল বলেছেন, বাবা-মায়ের ইচ্ছাতেই মানবজন্ম হচ্ছে। এখানে সন্তানের কোন ভূমিকাই থাকে না। সন্তানের ইচ্ছা এবং অনিচ্ছার বিষয়টিও মা-বাবারা মাথায় রাখেন না। যার ফলে জন্মের পরই শিশুকে পড়াশোনা থেকে রোজগার সংক্রান্ত নানা বিষয়ের মধ্যে জড়িয়ে পড়তে হয়। সন্তান আদৌ এই বিষয়গুলোর জন্য প্রস্তুত কি না, তা নিয়ে কখনই ভাবা হয় না। স্যামুয়েল এক ধাপ এগিয়ে বাবা-মায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য তৈরি হচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status