ভারত

কলকাতার নতুন উপহার বিশ্ব বাংলা গেট

কলকাতা প্রতিনিধি

১ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৬:৫০ পূর্বাহ্ন

কলকাতাতে নতুন উপহার দেওয়া হল ”বিশ্ব বাংলা গেট”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই এই গেট তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। অবশেষে সেই গেট চালু হয়েছে। বৃহষ্পতিবার বইমেলার মঞ্চ থেকে এই গেটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতার নতুন এই অহঙ্কার নিয়ে প্রশাসনের আগ্রহ ছিল যথেষ্ট।  বিশ্ব বাংলা গেট শুধু মাত্র একটি গেটই নয়, এতে রয়েছে একটি ঝুলন্ত রেঁস্তোরা। এই রেস্তোরায় বসে কফি বা চা খেতে খেতে শহরের সৌন্দর্য্য উপভোগ করা যাবে।  নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা শহরে ঢোকার মুখে নিউ টাউনের নারকেলবাগান মোড়ে তৈরি হয়েছে এই  ‘বিশ্ব বাংলা গেট’। ৫৫ মিটার উঁচু পিলারগুলোর উপরে মাটি থেকে ২৫ মিটার উচ্চতায় তৈরি হয়েছে ৬০ মিটার পরিধির একটি সুদৃশ্য গোলক। এই গোলকে রয়েছে একটি  অত্যাধুনিক ঝুলন্ত রেঁস্তোরা। রয়েছে শূন্য থেকে শহর দেখার শো-এর ব্যবস্থা। টিকিট কেটে একসঙ্গে ১৫০ জন বিশ্ব বাংলা গেটে ওঠার সুযোগ পাবেন। তবে শুরুতে ৪৫ জনকে উঠতে দেওয়া হবে। ধাপে ধাপে সংখ্যাটা বাড়ানো হবে। দিনে নির্দিষ্ট সময়ের জন্য ‘বিশ্ব বাংলা গেট’ সর্বসাধারনের জন্য খোলা থাকবে। নির্দিষ্ট সময়ের পরে সেটি পুরোপুরি রেঁস্তোরা হয়ে যাবে। অনলাইনে টিকিট কেটে রেঁেস্তারায় বসার সুযোগ নিতে হবে। একবারে ৪৫ জন চা কফি ¯œ্যাক্স খেয়ে নেমে আসার পর ফের ৪৫ জন উঠতে পারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status