বিনোদন

ফেব্রুয়ারিতে খরা কাটবে কি?

স্টাফ রিপোর্টার

১ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:০৩ পূর্বাহ্ন

বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্রের জন্য সময়টা ভালো যাচ্ছে না। গত বছরও উল্লেখযোগ্য চলচ্চিত্রের সংখ্যা ছিল খুবই কম। এছাড়া চলচ্চিত্র মুক্তির সময় প্রদর্শন নিয়ে জটিলতা, সব প্রেক্ষাগৃহে ই-টিকিটিং সিস্টেম না থাকার কারণে চুরি, বুকিং এজেন্টদের কবলে পড়া, প্রেক্ষাগৃহ থেকে টিকিট বিক্রির পরও টাকা হাতে না পাওয়াসহ চলচ্চিত্র প্রযোজকদের ছিল নানান অভিযোগ। মূলত এত সব কারণে বেশিরভাগ চলচ্চিত্র ব্যবসা করেনি বলে জানিয়েছেন পরিচালক ও প্রযোজকরা। নতুন বছরের শুরুতেও তেমন উল্লেখযোগ্য চলচ্চিত্র দর্শকরা পাননি। এজন্য সিনেমা হল মালিকদের মনেও রয়েছে ক্ষোভ। নতুন বছরের প্রথম মাসে ভারত থেকে আমদানি করা ছবিসহ মাত্র দুটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে নতুন চলচ্চিত্র মুক্তি বা ব্যবসা নিয়ে যে খরা তৈরি হয়েছে তা এই ফেব্রুয়ারিতে কাটবে কি ? এমন প্রশ্নের জবাবে পরিচালক তারেক শিকদার বলেন, আমার পরিচালিত প্রথম ছবি ‘দাগ হৃদয়ে’ আসছে ৮ই ফেব্রুয়ারি মুক্তি পাবে। এ ছবিতে বিদ্যা সিনহা মিম, বাপ্পি চৌধুরী, আঁচলসহ অনেকে অভিনয় করেছেন। আমি মনে করি, ছবিটি দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখলে অবশ্যই পছন্দ করবেন। এ ছবির গল্পটি মৌলিক। আর প্রেক্ষাগৃহে ছবি ব্যবসা করলে যে খরা তৈরি হয়েছে তা এমনিতেই কাটবে। আমি ছবিটি নিয়ে বেশ আশাবাদী। একই তারিখে শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ নামের একটি ছবি মুক্তি পাবে। এ ছবিতে পরীমনি ও কায়েস আরজু অভিনয় করেছেন। ছবিটি নিয়ে এর পরিচালক ও প্রযোজক বেশ আশাবাদী। আর আগামী ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে কেন্দ্র করে দুটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তির কথা শোনা যাচ্ছে। প্রযোজক সমিতির নিবন্ধন খাতা সূত্রে জানা গেছে, ‘রাত্রির যাত্রী’ ও ‘ফাগুন হাওয়ায়’ নামের দুটি ছবি ১৫ই ফেব্রুয়ারি মুক্তি পাবে। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, চলচ্চিত্রের খরা কেটে যাক- এটাই আমার চাওয়া। কারণ, অনেক দিন ধরেই বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা ভালো যাচ্ছে না। আমি চাই ৩০০ আসনে ৩০০ সিনেপ্লেক্স হোক আমাদের। তাহলে চলচ্চিত্রের সুদিন ফিরবে। আমি আমার প্রথম ছবি ‘রাত্রীর যাত্রী’ মুক্তির জন্য এর আগে তারিখ নির্ধারণ করেও মুক্তি দিতে পারিনি। তবে এবার মুক্তি দিয়ে দেব। তা না হলে ছবিটির ক্ষতি হয়ে যাবে। দেশের জেলা শহরগুলোতে ছবিটির মুক্তি উপলক্ষে প্রচার চলছে। ছবিটি নিয়ে আমি আশাবাদী। ‘রাত্রির যাত্রী’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস, শহীদুল আলম সাচ্চু, সম্রাট প্রমুখ। একই দিন মুক্তি পাচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবির পরিচালক তৌকীর আহমেদ জানিয়েছেন, এতে ১৯৫২ সালের ঘটনাবলি থাকলেও ভালোবাসা, মানবিকতাসহ বেশকিছু বিষয় রয়েছে। দর্শকরা এখানে সব ধরনের উপাদানই খুঁজে পাবেন। প্রথম ধাপে সিনেপ্লেক্সসহ দেশের ৩০টির বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা আছে। ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম, শহীদুল আলম সাচ্চু, বলিউড অভিনেতা যশপাল শর্মা প্রমুখ। এছাড়া ২২শে ফেব্রুয়ারি বদিউল আলম খোকন পরিচালিত জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব ও মাহিয়া মাহী অভিনীত ‘অন্ধকার জগৎ’ এবং সজল আহমেদ নির্মিত মিষ্টি জান্নাত ও সূর্য অভিনীত ‘তুই আমার রানী’ ছবি দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে শাকিব খান ও ইকবাল প্রযোজিত এবং মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ নামে নতুন ছবির কাজ শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। এছাড়া নির্মাণ পরিকল্পিত ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘সুন্দরীতমা’ ছবিতে রোশান ও অধরা খান, জাজ মাল্টিমিডিয়া  প্রযোজিত ‘জিন’ এবং ‘মাসুদ রানা’ ছবি দুটিতে অভিনয় করবেন রোশান ও পূজা চেরী। দেবাশীষ বিশ্বাসের ‘প্রিয়জন প্রয়োজন’ ছবিতে অভিনয় করবেন আঁচল ও নজরুল রাজ। সব মিলিয়ে এবার দেখার পালা ফেব্রুয়ারিতে চলচ্চিত্রে খরা কাটবে কি না?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status