অনলাইন

ঘরোয়া কলহ-কোন্দলের জন্যই বিএনপি ভাঙবে

স্টাফ রিপোর্টার

২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৩:৪০ পূর্বাহ্ন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না। প্রতিদ্বন্দ্বিতার লোকও থাকবে। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হবে না। অন্যান্য দল আছে না? শুধু কি বিএনপিই একমাত্র অপজিশন? আরও দল আছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যদি না আসে তাহেল প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হতে যাচ্ছে কি না? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘এলেঙ্গা-হাটিকমরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণ’ প্রকল্পের চুক্তি স্বাক্ষর শেষে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। এক সাংবাদিক জানতে চান, ‘বিএনপি আজ সকালে অভিযোগ করেছে- সরকার নিরন্তরভাবে বিএনপিকে ভাঙার চক্রান্ত করেই যাচ্ছে। এর আগেও যেরকম সফল হয়নি, এবারও হবে না। ওবায়দুল কাদের বলেন, দেখুন, বিএনপির যা পারফরমেন্স আন্দোলনে, নির্বাচনে; তাতে সরকারের এমন কী প্রয়োজন আছে? বিএনপির এখন যে নড়বড়ে, এলোমেলো অবস্থা, এরকম একটা দলকে ভেঙে দিতে হবেৃ। আমরা তো একটা স্ট্রং অপজিশন চাই। তারা সংসদে আসুক এটাও আমরা চাই। বিএনপিকে অবশ্যই আমরা দুর্বল দল ভাবি না। তিনি বলেন, এই অবস্থায় বিএনপি যদি ভাঙনের মুখে যায়, তাহলে বিএনপির ঘরোয়া কলহ-কোন্দলের জন্যই বিএনপি ভাঙবে। আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলার। ওবায়দুল কাদের বলেন, বিএনপি না আসলে ইতিমধ্যে তো জাতীয় পার্টি অপজিশনের ভূমিকায় চলে গেছে। ১৪ দলের যারা সংসদে আছেন, তারাও সিদ্ধান্ত নিয়েছেন, স্ট্রং অপজিশনের ভূমিকায় তারা থাকবেন। কাজেই বিরোধী দল থাকবেই। তারপরও যদি বিএনপি আসে তাহলে আরও কণ্ঠ যোগ হবে। অপজিশনের কণ্ঠ সোচ্চার হবে। সেটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালোতো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status