প্রথম পাতা

মার্কিন কর্মকর্তার টুইট

নির্বাচনের অনিয়ম ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে

কূটনৈতিক রিপোর্টার

২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১০:০৯ পূর্বাহ্ন

রাখাইন সংকট, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং বন্ধুসহ নিজ বাসায় নির্মম হত্যাকাণ্ডের শিকার মার্কিন দাতব্য সংস্থার কর্মী জুলহাস মান্নানের ন্যায় বিচার নিশ্চিত করা- এই ৩ ইস্যুতে সফররত বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ওয়াশিংটন বৈঠকে আলোচনা হয়েছে। এমনটাই জানিয়েছেন ইউএসএআইডি প্রশাসক মার্ক গ্রিন। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রচারিত ক্ষুদে বার্তায় তিনি উল্লিখিত ৩ ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন।

২২শে জানুয়ারির ওই বৈঠক বিষয়ক বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিও টুইট বার্তায় জুড়ে দিয়েছেন তিনি। ইউএসএআইডি’র ভারপ্রাপ্ত মুখপাত্র টম বাবিংটনের বরাতে প্রচারিত ওই সংবাদ বিজ্ঞপ্তি মতে, ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডি’র পরিচালক মার্ক গ্রিন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে বৈঠক করেছেন। দুই কর্মকর্তা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার শক্তিশালী বন্ধুত্ব ও মৈত্রীবন্ধন, মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংকট এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠেয় মানবাধিকার বিষয়ক পরবর্তী সম্মেলন ইস্যুতে আলোচনা করেন।

প্রায় ১০ লাখ রোহিঙ্গার আতিথেয়তা ও তাদের প্রতি উদারতা দেখানোর জন্য পররাষ্ট্র সচিবের মাধ্যমে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক গ্রিন। বৈঠকে বাংলাদেশের সামপ্রতিক নির্বাচনে হয়রানি, ভীতি প্রদর্শন ও সহিংসতাসহ সকল অনিয়মের বিষয়ে যুক্তরাষ্ট্র যে বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছে সেটি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন মার্ক গ্রিন। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি ব্যবসার জন্য কার্যকর পরিবেশ সৃষ্টিতে নাগরিকদের জন্য সরকার, সর্বক্ষেত্রে স্বচ্ছতা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিশ্চিতের প্রতি গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে মার্ক গ্রিন তিন বছর আগে ঢাকায় নির্মমভাবে নিহত ইউএসএইডের কর্মকর্তা জুলহাস মান্নানের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন প্রশাসনের তাগিদ ব্যক্ত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status