বাংলারজমিন

জাতীয় জুটমিলে অগ্নিকাণ্ড: তদন্তে কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

প্রায় চারঘণ্টা পর সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এদিকে, ঘটনার তদন্তে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন কর্তৃপক্ষ। বুধবার ভোরে আগুন লাগার পর সকাল ১০টার দিকে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  আবদুল হামিদ জানান, ভোর ৬ টার দিকে জাতীয় জুট মিলের ফিনিশিং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জের তিনটি ও কামারখন্দ ফায়ার সার্ভিসের ২টি মোট ৫টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসে। পরে অঙ্গার নেভানো শুরু হয়। জাতীয় জুটমিলের প্রকল্প প্রধান ও মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান,  ফিনিশিং সেক্টরে রাখা বস্তার বেলে আগুন লাগায় প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঘটনার তদন্তে প্রোডাকশন ম্যানেজার রফিকুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রশাসন বিভাগের প্রধান সাফায়াত জামিল, হিসাব বিভাগের প্রধান মিলন চন্দ্র বর্মণ ও সিকিউরিটি অফিসার শাহীনুর রহমান। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন তৈরির নির্দেশ দেয়া হয়েছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status