বাংলারজমিন

বিরল রোগে আক্রান্ত বেদানা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

বিরল রোগে আক্রান্ত ২৫ বছর বয়সী বেদানা বেগম বাঁচতে চায়। কিছুদিন আগেও বড়তলা গ্রামসহ বিভিন্ন গ্রামে গিয়ে ঝিয়ের কাজ করতো বেদানা। কিন্তু গত ৬/৭ মাস ধরে সে বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড়তলা গ্রামের দিনমজুর জমির আলীর মেয়ে। ৫০ বছর বয়স্ক মা সিতারা বেগমও অজ্ঞাত রোগে আক্রান্ত। সরজমিন তাদের বাড়িতে গেলে সিতারা বেগম জানান, ৫ সন্তানের মধ্যে বেদানা সবার বড়। ৬/৭ মাস আগে বেদানার বাম হাতে ছোট বেলায় থাকা কালো জঁটটি হঠাৎ বড় হয়ে যায়। পেটে ভীষণ ব্যথা হওয়ায় সে আর বাড়ি বাড়ি কাজ করতে পারে না। আর রোগের কারণে মেয়েটিকে বিয়েও দিতে পারছেন না। সর্বশেষ গত শুক্রবার স্থানীয় পনাউল্লাহ বাজারে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মইনুল ইসলাম ডালিমের স্মরণাপন্ন হন। চিকিৎসক ডালিম তাদের জানান, বিরল রোগে আক্রান্ত বেদানার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ছাড়া এ রোগের চিকিৎসাও নেই।
দেশি-বিদেশি বিত্তবানদের সহযোগিতা চেয়ে ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল মানবজমিনকে বলেন, মেয়েটিকে বাঁচাতে পূবালী ব্যাংক বিশ্বনাথ শাখাস্থ তার নিজের সেভিং অ্যাকাউন্ট নাম্বার ১০৪০১০১০৭৫২১০ এবং রকেট নাম্বার ০১৬১১০৪২৮২৮ সহায়তা প্রদানের অনুরোধ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status