বাংলারজমিন

ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল কলেজে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এক শিক্ষকের সঙ্গে ট্রাফিক পুলিশ সদস্যের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধ ও ৪ পুলিশ সদস্যসহ প্রায় ১৫ জনের মতো আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরীর জিলা স্কুল মোড় ও টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায় জিলাস্কুল মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশ এই কলেজের সহকারী অধ্যাপক শরীফকে মারধর করেছে খবরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে থানার ভিতর ভাঙচুর চালায় বিক্ষুব্ধ কয়েক শ’ শিক্ষার্থী। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টেয়ারসেল নিক্ষেপ করে। জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর জিলাস্কুল মোড়ে সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইংরেজির শিক্ষক শেখ শরিফুল আলমের প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এই ঘটনা সমাধানে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য আসলাম হোসেন এগিয়ে এলে শিক্ষকের সঙ্গে পুলিশ সদস্যের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই শিক্ষককে নগরীর ২নং পুলিশ ফাঁড়িতে নিয়ে আটক করা হয়। এই খবর কলেজে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ কয়েক শ’ শিক্ষার্থী প্রথমে টাউন হল মোড়ে রাস্তা অবরোধ করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে থানার কাঁচের জানালা ও দরজায় ভাঙচুর চালায়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে। এ সময় পুলিশ ৪/৬ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে ৩ শিক্ষার্থীকে আটক করা হয়। আটককৃতরা হলো- সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন, তানজিল ইসলাম ও এসএম শাহরিয়ার। এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত মনসুর আহমেদ জানান, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা চলছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ঘটনাস্থল ও  হাসপাতালে পরিদর্শন কালে সাংবাদিকদের বলেন, গুজবে শতাধিক শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে কোতোয়ালি মডেল থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে।
 পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস কলেজ পরিদর্শন করেন। এ সময় ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status