বাংলারজমিন

কিশোরগঞ্জে দুদকের হাতে সার্ভেয়ার আটক

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

 কিশোরগঞ্জে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনকে আটক করেছে দুদক। দুদক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. কামরুল আহসানের নেতৃত্বে অভিযানে বুধবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ারের কক্ষ থেকে মো. গিয়াস উদ্দিনকে আটক করা হয়। আটক হওয়া সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিন শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকার মৃত মীর হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের বাসিন্দা ইটালী প্রবাসী আবুল হেকিমের ভূমি সংক্রান্ত একটি মামলার বিষয়ে সহকারী কমিশানার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ারসহ কয়েকজন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রাথমিকভাবে ১০ হাজার টাকা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে বুধবার সকালে আবুল হেকিম সেই টাকা দিতে সহকারী কমিশানার (ভূমি) কার্যালয়ে যান। সেখানে ঘুষের টাকা লেনদেনের সময় দুদকের টিমটি নগদ ১০ হাজার টাকাসহ সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনকে আটক করে। পরে তাকে দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ১৬১ দণ্ডবিধিসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করেছেন। দুদক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. কামরুল আহসান জানান, ঘুষ লেনদেনের সময় ঘুষের টাকাসহ কিশোরগঞ্জের সহকারী কমিশানার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। এছাড়া এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status