বাংলারজমিন

গোপালগঞ্জ সোনালী ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলার রায়ে ১ জনের যাবজ্জীবন, ৮ জনের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জ সোনালী ব্যাংক থেকে ভুয়া পেনশন হোল্ডারের নামে ৪৮ লাখ ২ হাজার ৬শ’ ২৮ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির প্রধান ক্যাশিয়ার শওকত হোসেনকে যাবজ্জীবন ও অন্য মামলায় আরো দশবছর সাজা সহ ৪৮ লাখ ২ হাজার ৬ শ’ ২৮ টাকা জরিমানা করেছে ফরিদপুরের একটি আদালত। সেই সঙ্গে ব্যাংকের আরো ৭ জন ক্যাশিয়ারকে ১৮ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলো- অনল কুমার বিশ্বাস, মঞ্জুরুল হক, মোশাররফ হোসেন, গোলাম মো. মুন্সী, দিলীপ কুমার, সিদ্দিকুর রহমান ও ইউসুফ মুন্সী। গতকাল সকালে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মতিউর রহমান এ রায় প্রদান করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, আসামিদ্বয় ২০১৩ সালে গোপালগঞ্জ সোনালী ব্যাংক থেকে ভুয়া পেনশন হোল্ডারের নামে ৪৮ লাখ ২ হাজার ৬ শ’ ২৮ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক আবদুল সোবহান হাওলাদার ওই সালেই গোপালগঞ্জ থানায় ১০ জনের নামে মামলা করেন। মামলাটি সত্য প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। মামলার অপর দুই আসামির মৃত্যু হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status