দেশ বিদেশ

সিলেটে রিমান্ড শেষে কারাগারে জঙ্গি মর্জিনার ভাইসহ তিনজন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৪২ পূর্বাহ্ন

সিলেটে আলোচিত আতিয়া মহলের ঘটনায় গ্রেপ্তার হওয়া জঙ্গি মর্জিনার ভাই জসিম উদ্দিনসহ ৩ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ৫ দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই আসামিদের সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকীর আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন- ‘রিমান্ড শেষে প্রতিবেদনসহ আসামিদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’ গত ১৮ই জানুয়ারি পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে একই আদালত আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত মর্জিনা বেগমের ভাই জসিম উদ্দিন ও ভাবী আর্জিনা এবং প্রতিবেশী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মোহাম্মদ হাসানকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তারের নির্দেশ দেন। পর দিন ১৮ই জানুয়ারি পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে তাদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে পিবিআই তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে মামলায় সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। ২০১৭ সালের ২৩শে মার্চ সিলেটের শিববাড়ির আতিয়া মহলে অভিযানে নিহত হন মর্জিনাসহ চারজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status