দেশ বিদেশ

এরশাদ ভালো আছেন সুস্থ আছেন: জাপা

স্টাফ রিপোর্টার

২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৪২ পূর্বাহ্ন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতায় দোয়া মাহফিলে অংশ নিয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বড় ভাই এরশাদ ভালো আছেন। তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার বাদ আসর জাপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি একথা জানান। জিএম কাদের বলেন, আমি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি এখন অনেকটাই সুস্থ। শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। গতকাল তিনি কিছু সময় হাঁটাহাঁটিও করেছেন। আশাকরি তিনি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আগের মতো পার্টির কাজ করবেন। আমি দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। দেশবাসীর প্রতি অনুরোধ করে কাদের বলেন, জাপা প্রেসিডেন্টকে নিয়ে কোনো ধরনের গুজবে কান  দেবেন না। জিএম কাদের জানান, বৃহস্পতিবার থেকে জাপা চেয়ারম্যানের নতুন একটি চিকিৎসা শুরু হচ্ছে। আশাকরি তিনি অতি দ্রুত এই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। জাপার সামনে সুবর্ণ সুযোগ, আরো শক্তিশালী হওয়ার সময় সামনে। জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, ফেসবুক বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিমূলক খবর প্রচার করেছে। তারা কি কারণে এমনটা করেছে তা আমরা বুঝেতে পারছি না। সকালে পার্টির নেতাকর্মী এবং গণমাধ্যমের লোকজন আমাকে ফোন করে। ফোন পেয়ে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। দ্রুত সিঙ্গাপুরে স্যারের সঙ্গে থাকা খালেদ আকতারের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, চেয়ারম্যান সুস্থ আছেন। পার্টি নেতাকর্মীদের রাঙ্গা বলেন, আপনারা হতাশ হবেন না- স্যার দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এসময় আরো উপস্থিত ছিলেন জাপা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সরদার শাহজাহান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, নিগার সুলতানা রানী, অ্যাড. লাকী আক্তার, এমএ রাজ্জাক খান, হুমায়ুন খান, ডা. সেলিমা খান প্রমুখ। এদিকে গতকাল ভোররাতে বিভিন্ন সামাজিক মাধ্যমে এরশাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে পার্টির নেতাকর্মীরা উৎকণ্ঠায় থাকলে সিঙ্গাপুরে এরশাদের সঙ্গে থাকা একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার জানান, স্যারের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এবং উন্নতির দিকে। তার চিকিৎসা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status