দেশ বিদেশ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ফেব্রুয়ারিতে হতে পারে

স্টাফ রিপোর্টার

২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৪১ পূর্বাহ্ন

স্থগিত হওয়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কবে হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। তবে, এটি আগামী ফেব্রুয়ারি মাসে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে (পরিকল্পনা ও উন্নয়ন) প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী সাত কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির চেয়ারম্যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন এ বিষয়ে মানবজমিনকে বলেন, আমাদেরকে বিষয়টি তদন্ত করার জন্য সাত কার্যদিবস সময় দেয়া হয়েছে।  রোববার ছিল এর প্রথম দিন। আমরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি। আশা করছি, সাত কর্মদিবসের আগেই তদন্ত প্রতিবেদন দিতে পারবো। তিনি বলেন, ওই ওষুধ দিয়ে আর কর্মসূচি পালন করা হবে না। গঠিত তদন্ত কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক খলিলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক সাইদুর রহমান খসরু, বিশ্বস্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি এবং অন্য দুটি সংস্থার দুজন প্রতিনিধি। গত ১৯শে জানুয়ারি শিশুদের খাওয়ানোর জন্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, প্রতিবছর প্রধানমন্ত্রী নিজে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ০ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এই ক্যাপসুল শিশুদের রাতকানা রোগসহ অন্ধত্ব প্রতিরোধে ভূমিকা রাখছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status