খেলা

আইসিসি অ্যাওয়ার্ডে কোহলির ইতিহাস

স্পোর্টস ডেস্ক

২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:৫৬ পূর্বাহ্ন

প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা শীর্ষ তিনটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’, বর্ষসেরা টেস্ট খেলোয়াড় ও বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের স্বীকৃতিতে ভূষিত হন ভারতের অধিনায়ক। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেন কোহলি। টেস্ট ও ওয়ানডের বর্ষসেরা দলের অধিনায়কও তিনি। দুই ফরমেটেই সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ২০১৮ সাল শেষ করেন এই রানমেশিন। আর টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান হিসেবে নতুন বছর শুরু করেন কোহলি। কোহলির নেতৃত্বেই নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় করে ভারত। ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে কোহলির নামের পাশে শোভা পাচ্ছে ১৩ টেস্টে ১৩২২ রান। ব্যাটিং গড় ৫৫.০৮। সেঞ্চুরি রয়েছে ৫টি। আর গত পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে ১৪ ম্যাচে ৬টি সেঞ্চুরির সাহায্যে ১২০২ রান করেন কোহলি। ব্যাটিং গড় ১৩৩.৫৫! এ সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে করেন ২১১ রান।  আইসিসির বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হওয়ার দৌড়ে কোহলির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার পেস তারকা কাগিসো রাবাদা। আর বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় পুরস্কারে রানারআপ হন আফগানিস্তানের লেগস্পিন সেনসেশন রশিদ খান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status