বাংলারজমিন

কানাইঘাটে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ

গুলিতে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:৪৭ পূর্বাহ্ন

 কানাইঘাটের সুনাতনপুঞ্জি সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের সংঘর্ষের সময় গুলিতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ৩ বিজিবি সদস্য আহত হন। তাদের প্রথমে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে নিহত সুনাতনপুঞ্জি গ্রামের কিশোর সিরাজউদ্দিন আবদুল মতলিবের ছেলে। গতকাল ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এলাকাবাসী জানান, সোমবার রাত ৮টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট বিজিবি ক্যাম্পের জওয়ানরা সুনাতনপুঞ্জি গ্রামের আজিদ আহমদের বাড়ির পার্শ্বস্থ এলাকায় ভারত থেকে চোরাকারবারিদের আনা বেশ কয়েক কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেন। এ সময় চোরাকারবারিরা সিগারেট ছিনিয়ে নিতে বিজিবির ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয় সিরাজ উদ্দিন। তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চোরাকারবারিদের হামলায় বিজিবির ৩ সদস্য আহত হয়েছেন। এদিকে খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।  সিরাজের মাথার ডান পাশের পিছন দিকে গুলিবিদ্ধ হয়ে সামনে চোখ ফুঁড়ে বেরিয়ে যায়। কানাইঘাট থানার ওসি আবদুল আহাত মানবজমিনকে জানিয়েছেন, পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তিন বিজিবি সদস্য ঘটনায় আহত হয়েছেন। তাদের সিলেটে পাঠানো হয়েছে।
সিরাজের বাবা আবদুল মুতলিব গতকাল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, সিরাজকে স্থানীয় সুরইঘাট বাজারে খরচাপাতি কেনার জন্য পাঠান। সন্ধ্যার পরে তিনি বিজিবির গুলিতে তার ছেলের মৃত্যুর খবর পান। ঘটনাস্থলে গিয়ে তার ছেলের লাশ পড়ে থাকতে দেখেন। সিরাজের মামা শামীম আহমদের দাবি- সিরাজের হাতে বাজারের ব্যাগ দেখে বিজিবি চোরাকারবারি মনে করে তার উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিরাজ। শেষে গ্রামবাসীর ধাওয়ায় মোটরসাইকেলে পালাতে গিয়ে বিজিবি সদস্যরা আহত হয়েছে। সুরইঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সুরত আলী জানান, চোরাকারবারিরা ভারত থেকে বিদেশি সিগারেটের চালান নিয়ে আসার খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে সিগারেট জব্দ করে। চোরাকারবারিরা সিগারেট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে বিজিবির ওপর দেশীয় অস্ত্র ও ইটপাটকেল দিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে সিরাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়। এদিকে- পুলিশ জানায়- হামলায় বিজিবির এএসপি সাইদ, নায়েক ইমাম, নায়েক নুর নবী আহত হয়েছেন। আহত ২ বিজিবি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও নায়েক নুর নবীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, ‘বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সৃষ্ট ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সিরাজ উদ্দিন নামে এক কিশোরের মৃত্যুর হয়েছে বলে নিশ্চিত হয়েছি। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status