বাংলারজমিন

মৌলভীবাজার পৌরসভার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:৪৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার পৌরসভার দুটি বড় সড়কসহ ছোট বড় ৭টি সড়ক উন্নয়ন কাজ শেষে উদ্বোধন করা হয়। আরামবাগ ও টিবি হাসপাতাল সড়কসহ ২ কোটি ৮২ লাখ ৪ হাজার টাকা ব্যয়ের এই সড়কগুলো গতকাল (মঙ্গলবার) সকালে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। উদ্বোধন শেষে দুপুরে শহরের কোর্ট এলাকায় শাকুরা মার্কেটের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) রণধীর রায়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান। সড়ক উদ্বোধন ও আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ আকিল আহমদ, শাহ মোহাম্মদ আলী সাহেদ, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নিখিল দাশ অনিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, পৌরসভার সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক, পৌর কাউন্সিলর  ফয়ছল আহমদ, আসাদ হোসেন মক্কু, নাহিদ আহমদ, সমাজসেবক ডা. হাদী হোসেন, শামসুল হক সামা, লিয়াকত আলী, হাফিজ মাওলানা আবুল হোসেন, সৈয়দ সেলিমুল হক, ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম আমিন ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পৌরসভা এলাকায় এটা প্রথম জনসভা থাকায় আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য নেছার আহমদকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এবং পৌরসভার পক্ষ থেকেও প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট তুলে দেয়া হয়। জিওবি ও এডিবির সহায়তাপুষ্ট ইউজিপ-৩ প্রকল্পের অধীনে ২ কোটি ৮২ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে পৌরসভার আওতাধীন আরামবাগ ও টিবি হাসপাতাল সড়ক, টিলাবাড়ি সড়ক, টিলাবাড়ির পাশের ড্রেন, শ্যামলী শহীদ আব্দুস শহীদ রাস্তা, অরেঞ্জ টিলার রাস্তা ও ড্রেন, সার্কিট হাউজের পূর্বের লিংক রোড উন্নয়ন ও সংস্কার কাজ শেষে উদ্বোধন করা হয়। উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি নেছার আহমদ তার বক্তব্যে  বলেন দেশকে এগিয়ে নিতে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত হতে হবে। তাই সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান। তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। দেশের উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদেরকে দেয়া প্রতিশ্রুতিতে আমি বদ্ধপরিকর। আপনাদের যে সময় প্রয়োজন আমার কাছে আসবেন আমাকে ডাকবেন। আমি আপনাদের পাশে থাকব। সততা, ন্যায় ও দেশ প্রেমকে সামনে রেখে দেশের কল্যাণে কাজ করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভাপতির বক্তব্যে পৌর মেয়র ফজলুর রহমান বলেন আপনাদের সহযোগিতায় এই শহরকে একটি মডেল শহর করতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতায় এরকম একের পর এক উন্নয়ন কাজ দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status