বাংলারজমিন

কিশোরগঞ্জে রিভলবার গুলি ও ইয়াবাসহ নারী আটক

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:০১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে রিভলবার, গুলি, ২৫ লাখ টাকার চেক, নগদ টাকা এবং দুই হাজার ৪৭০পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার বর্ণা (৩১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ টিম শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় আটক হওয়া নারী মাদক ব্যবসায়ী ফাতেমা আক্তার বর্ণার স্বামী দুর্ধর্ষ মাদক সন্ত্রাসী শহীদ মিয়া পালিয়ে যায়।
র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তারা সোমবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি মোটর সাইকেলকে থামতে বলা হলে চালক মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। মোটর সাইকেলের অপর আরোহী ফাতেমা আক্তার বর্ণাকে তখন র‌্যাব আটক করে তার হাতে থাকা ব্যাগ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক হওয়া নারীর দেয়া তথ্য অনুযায়ী মোটর সাইকেল তল্লাসি করে সিট কভারের নিচ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি এবং দুই হাজার ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটক হওয়া মাদক ব্যবসায়ী ফাতেমা আক্তার বর্ণার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯শ’ টাকা এবং বিভিন্ন ব্যাংকের ২৫ লাখ টাকার স্বাক্ষরকৃত চেক উদ্ধার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া মোটর সাইকেলের চালক তার স্বামী মো. শহীদ মিয়া এবং উদ্ধার করা রিভলবার, গুলি এবং দুই হাজার ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট তার স্বামীর বলে জানায় ফাতেমা আক্তার বর্ণা। স্বামী-স্ত্রী উভয়ে মাদক ব্যবসার সাথে যুক্ত বলেও সে জানায়।
এম শোভন খান আরো জানান, মাদক ক্রয় বিক্রয়ের টাকা তারা চেকের মাধ্যমে আদান প্রদান করতো।

শহীদ মিয়া মনিপুরঘাট এলাকার একজন চিহ্ণিত মাদক ব্যবসায়ী। তার নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় আটক হওয়া ফাতেমা আক্তার বর্ণার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পালিয়ে যাওয়া তার স্বামী মো. শহীদ মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status