বাংলারজমিন

শাবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

শাবি প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:০০ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার (২৫শে জানুয়ারি) থেকে পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০১৯। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল দুপুরে এ সব তথ্য জানান কনফারেন্স সেক্রেটারি ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হবে ২৭শে জানুয়ারি। এতে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ও গবেষকদের ৪১৫টি গবেষণা প্রবন্ধ থেকে জমাকৃত ১৭৩টি প্রবন্ধ মৌখিক ও পোস্টার আকারে উপস্থাপন করা হবে। এই সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন শাবি’র উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং এতে সভাপতিত্ব করবেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এএমএম মোকাদ্দেস। তিনি আরো জানান, সম্মেলনে ৪টি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইন্দোনেশিয়ার ড. দারদা ইফেন্দি, ভারতের ড. সুদিপ্ত রায়, মালয়েশিয়ার ড. নওশাদ আমিন ও ড. মাকসুদুর রহমার খান। ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে চারটি পৃথক সেশনে গবেষণা প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে বলে তিনি জানান। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ১৯৯৪ সালে যাত্রা শুরু করে এবং এই অনুষদের অধীনে ৯টি বিভাগ রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status