বাংলারজমিন

সীতাকুণ্ডে গাছ কেটে বিদ্যুৎ লাইন স্থাপন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ৮:০০ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে বনায়নের গাছ কেটে ফসলি জমির উপর দিয়ে ব্যক্তি মালিকানা বিদ্যুৎ লাইন স্থাপন করছে বলে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যুৎ লাইনটি ১ লাখ ৩০ হাজার ভোল্টেজের হওয়ায় বনায়ন ও ফসলি জমির ক্ষতি হবে বলে কৃষকরা আশঙ্কা করছেন। আলী আকবর, ছালে আহম্মদ, নিজাম উদ্দিন ও সিদ্দিক আহমেদ কালুসহ কয়েকজন বনায়নের মালিক জানান, গত মঙ্গলবার সকাল থেকে উপজেলার কুমিরা সুলতানা মন্দির মসজিদ্দা এলাকায় হঠাৎ শতাধিক লোক জোরপূর্বক প্রায় ৭ একর জমির বনায়নের গাছকাটা শুরু করে এবং তারা বলে জিপিএইচ নামীয় প্রতিষ্ঠানের জন্য বিদ্যুৎ লাইন স্থাপন হবে। তাই গাছগুলো কাটা হচ্ছে। এ সময় জমি ও বনায়নের মালিকরা জড়ো হয়ে প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে স্থানীয় চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী জানান, ফসলি জমি ও বনায়নের মালিকদের ক্ষতির বিষয়টি জিপিএইচ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফৌজদারহাট বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার আবু সৌরভ জানান, এখানে আমাদের কোন বিষয় নেই। লাইনটি বিদ্যুৎ পাওয়ার গ্রেড ও জিপিএইচ এর বিষয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status