বিশ্বজমিন

৫ বছরে বিশ্বের ১৫০ কোটি মানুষ ৫জি নেটওয়ার্কের আওতায় আসবে

মানবজমিন ডেস্ক

২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১২:১৩ অপরাহ্ন

আগামী ৫ বছরের মধ্যে বিশ্বের শতকরা ৪০ ভাগ মানুষ ৫-জি নেটওয়ার্কের আওতায় আসবে। সব মিলে এ সংখ্যা ২০২৪ সালের শেষ নাগাদ দাঁড়াবে ১৫০ কোটি। এরিকসন থাইল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট ও নেটওয়ার্কটির সল্যুশন বিষয়ক প্রধান ওয়াটিচাই ওয়াটি-উদোমলার্ট এমন কথা বলেছেন সোমবার। তিনি বলেছেন, ৫ জি নেটওয়ার্কের মূল চালিকাশক্তি হবে নেটওয়ার্ক ক্যাপাসিটি বৃদ্ধি, প্রতি গিগাবাইট ইন্টারনেটের কম দাম এবং ব্যবহার উপযোগী সব নতুন নতুন বিষয়। এরিকসন থাইল্যান্ডের আরেক কর্মকর্তা জেসাদা সিভারাকস বলেছেন, ৩.৪ গিগাহার্টজ থেকে ৩.৭ গিগাহার্টজের স্পেকট্রাম রেঞ্জের মধ্যেই বিশ্বব্যাপী ৫জি সেবার উন্নয়ন করা হচ্ছে। এ খবর দিয়েছে ব্যাংককের পত্রিকা দ্য নেশন।
রিপোর্টে আরো বলা হয়েছে, জাতীয় সম্প্রচার ও টেলিযোগাযোগ কমিশন আশা করছে তারা ৫জি সেবা পাওয়ার জন্য টেলিকম অপারেটরদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার জন্য এ বছরের শেষ নাগাদ ৭০০ মেগাহার্টজ নিলামে তুলতে পারে। এর মধ্য দিয়ে তারা ২০২০ সালে থাইল্যান্ডে ৫জি সেবা চালু করতে চাইছে। এরিকসনের রিপোর্ট অনুযায়ী, ৫জি সেবা গ্রহণের ক্ষেত্রে উত্তর আমেরিকা ও উত্তর-পূর্ব এশিয়া শীর্ষে থাকবে বলে তাদের প্রত্যাশা। তাদের মতে, উত্তর আমেরিকায় ২০২৪ সালের শেষ নাগাদ মোট মোবাইল ব্যবহারকারীর শতকরা ৫৫ ভাগই এর আওতায় আসবে। উত্তর-পূর্ব এশিয়ায় এ হার শতকরা ৪৩ ভাগের বেশি। পশ্চিম ইউরোপে শতকরা ৩০ ভাগ।
এতে বলা হয়, দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ায় (ভারত ও চীন বাদে) এখনও সব সেবাগ্রহণকারীদের মধ্যে শতকরা ৪৮ ভাগের ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করছে ওয়্যারলেসভিত্তিক প্রযুক্তি ওয়াইডব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল এক্সেস (ডব্লিউসিডব্লিউএমএ) ও হাই স্পিড প্যাকেট এক্সেস (এইচএসপিএ)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status