বিনোদন

মেয়াদ শেষ হলেও পুরনো কমিটি দিয়েই চলছে সেন্সরবোর্ড

স্টাফ রিপোর্টার

২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৮:১২ পূর্বাহ্ন

মেয়াদ শেষ হয়েছে আগেই। তারপরও পরিবর্তন নেই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডের কমিটিতে। সবশেষ ২০১৬ সালের ১০ই আগস্ট পুনর্গঠন হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড। এক বছর পর এই মেয়াদের কার্যক্রম শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী সেন্সরবোর্ডে নতুন কমিটি আসার কথা। কিন্তু দু’বছর পাঁচ মাস অতিক্রম হয়ে গেলেও এখনো নতুন কমিটির দেখা নেই। পুরনো মেয়াদের কমিটি দিয়েই চলছে সেন্সরবোর্ড। এ বিষয়ে জানতে চাইলে সেন্সরবোর্ডের সদস্য ও চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু বলেন, সাধারণত সেপ্টেম্বরের মধ্যে প্রতি বছর নতুন কমিটির ঘোষণা হয়। তবে এবার লম্বা সময় পুরনো কমিটির সদস্য দিয়েই চলছে সেন্সরবোর্ড। কবে নতুন কমিটির ঘোষণা আসবে জানি না। তবে নতুন কমিটির আসা উচিত। সেন্সরবোর্ডের আরেক সদস্য ও মধুমিতা সিনেমা হলের অন্যতম কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, এ বিষয়টি তো আমাদের হাতে নেই। তবে বলব, মেয়াদ শেষ হলেও পুরনো কমিটির সদস্যরা নিয়মিত সব ছবি দেখছেন। ভালোভাবেই চলছে সেন্সরে ছবি প্রদর্শন। কবে নতুন কমিটি আসবে তা জানা নেই আমার। নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সরবোর্ডের সাবেক এক সদস্য বলেন, পুরনো মেয়াদ শেষ হলে নতুন মেয়াদে নতুন কমিটি গঠন হওয়া উচিত। যতটুকু জানি, চলতি বছরের জুন মাসে সেন্সরবোর্ডের নতুন কমিটির নাম ঘোষণা করা হবে। সেখানে গায়ক, চলচ্চিত্রের প্রযোজক-পরিচালক, সাংবাদিক, আইন মন্ত্রণালয়ের সেক্রেটারিসহ অনেকেই থাকবেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status