বিশ্বজমিন

কৃষ্ণসাগরে মার্কিন ডেস্ট্রয়ার

মানবজমিন ডেস্ক

২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ৯:৫৫ পূর্বাহ্ন

মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক কৃষ্ণসাগরে প্রবেশ করেছে। এ ঘটনার প্রেক্ষিতে মস্কো জানিয়েছে, মার্কিন রণতরীর গতিবিধির ওপর কঠোর নজর রাখা হবে। পার্সটুডের খবরে বলা হয়, মার্কিন অপর এক রণতরী ওই অঞ্চলে মোতায়েনের দুই সপ্তাহের কম সময়ের মধ্য এটি সেখানে গেল।  মার্কিন ৬ষ্ঠ নৌবহরের এক বিবৃতিতে দাবি করা হয়, নৌপথের নিরাপত্তা সংক্রান্ত অভিযান এবং আঞ্চলিক নৌপথের স্থিতিশীলতা বাড়ানোর জন্য ওই এলাকায় রণতরী পাঠানো হয়েছে। মার্কিন রণতরীর উপস্থিতিতে ওই অঞ্চলে ন্যাটো ও মার্কিন মিত্রদের নৌ সক্ষমতা জোরদার হবে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
এদিকে, মার্কিন রণতরীর ওপর নজর রাখার জন্য রুশ নৌবাহিনী টহল জাহাজ পাঠিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, পরিস্থিতির ওপর নজর রাখার জন্য ইলেক্ট্রনিক ও কারিগরি পথও বেছে নেয়া হবে। উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী কৃষ্ণসাগরে মার্কিন রণতরীর ২১ দিনের বেশি থাকার অধিকার নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status