দেশ বিদেশ

সমঝোতা নয় বিজিএমইএ’র নির্বাচন জরুরি

অর্থনৈতিক রিপোর্টার

২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ৯:৪৯ পূর্বাহ্ন

 দীর্ঘদিন যাবৎ বিজিএমইএ’তে কোনো নির্বাচন হয় না। তাই কোনো সমঝোতা নয়। দেশের পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষায় এ শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন স্বাধীনতা পরিষদ, বিজিএমইএ’র আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। গতকাল তিনি ঢাকা ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, পোশাক খাত আজ নানাবিধ সমস্যায় জর্জরিত। অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। কিন্তু তার কোনো সমাধান পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা করতে পারছে না। সংগঠনের সদস্য মালিকরাও তাদের অধিকার নিয়ে কথা বলতে পারছে না। তাই পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষা করতে ও বিজিএমইএ সদস্যদের ভোটাধিকার ফিরিয়ে দিতে এ সংগঠনের নির্বাচন জরুরি।  তিনি বলেন, নির্বাচন হলেই ভোটাররা তাদের অধিকার ফিরে পাবেন। তখন তাদের কদর বাড়বে। তারা তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। তাই আমরা চাই বিজিএমইএতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনটা হোক। জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন যাবৎ বিজিএমইএ’তে কোনো নির্বাচন হয় না। বিজিএমইএ’র সাবেক সভাপতিদের একটি ফোরাম রয়েছে। সাবেক সভাপতি ফোরামের থেকেই বারবার বিজিএমইএ-এর সিলেকশন করে দেয়া হচ্ছে। তারা ২০১৩ সালে সমঝোতার মাধ্যমে বিজিএমইএ’র কমিটি করে দেয়। আমরা যারা সাধারণ সদস্য আছি তারা খেয়াল করলাম যে নির্বাচন না হওয়ার কারণে আমাদের অবহেলা করা হচ্ছে।  বিজিএমইএ’র কর্মকর্তারাও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। আমরা তখন খোঁজখবর শুরু করলাম। দেখলাম, যে সংখ্যক ভোটার রয়েছে তার ২০ শতাংশ মালিকের কোনো কারখানা নেই। তখন আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিলাম। তখন বেশির ভাগ সদস্যই আমাদের ইতিবাচক সাড়া দেন। তারাও ভোট চান। কিন্তু তখন নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানা চাপ দেয়া শুরু হলো। কিন্তু আমরা নির্বাচন থেকে পিছপা হইনি। এবার আমরা নির্বাচন করবোই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status