এক্সক্লুসিভ

কুমিল্লার মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

স্টাফ রিপোর্টার

২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ৯:২৭ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করা হয়েছে হাইকোর্টে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।
আইনজীবী কায়সার কামাল জানান, ‘কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন চেয়ে আবেদন করা হয়েছে। মামলাটি সেখানে বিচারাধীন। কিন্তু দীর্ঘদিন ধরে জামিনের বিষয়টি আটকে আছে ওই আদালতে। জামিন চাওয়া হলেও আদালত দীর্ঘ সময় পর পর শুনানির দিন ধার্য করছেন। এ কারণে আমরা হাইকোর্টে জামিন আবেদন করেছি।’
মামলাটি বিচারাধীন রয়েছে এ অবস্থায় জামিন চাওয়া যায় কিনা জানতে চাইলে কায়সার কামাল বলেন, ‘হাইকোর্টের সহজাত ক্ষমতা রয়েছে আবেদনটির শুনানি গ্রহণ করার।’
২০১৫ সালের ২৫শে জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের হায়দারপুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২৬শে জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ২০ দলীয় জোটের স্থানীয় ৩২ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে মামলাটি করেন।  এ মামলায় গত ১৬ই জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ গঠন ও জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। ওইদিন রাষ্ট্রপক্ষে সময় চাইলে আদালত শুনানি পিছিয়ে ৪ঠা ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status