অনলাইন

সাড়ে ৭৭ কোটি ই-মেইল, ২ কোটি পাসওয়ার্ড ফাঁস!

অনলাইন ডেস্ক

২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ১১:২৫ পূর্বাহ্ন

বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু ডাটাবেস থেকে অন্তত: ২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড ও ৭৭  কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১ টি ই-মেইল অ্যাড্রেস ফাঁস হয়ে গেছে। এর ফলে হ্যাকার, স্প্যামারদের হাতে ইতিমধ্যে কমপক্ষে ২৭০ কোটি গোপন রেকর্ড পৌঁছে গেছে। বিষয়টি প্রথম নজরে আসে তথ্য (ডাটা) গবেষক ট্রয় হান্ট। সম্প্রতি তিনি এক ব্লগে এমনটাই উল্লেখ করেছে।

ডেটাবেসগুলি ওই সব ই-মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড তথ্যপ্রযুক্তির একটি ‘ডাম্পিং গ্রাউন্ডে’ আবর্জনার মতো ফেলে দিয়েছিল। যার নাম ‘কালেকশন #ওয়ান’। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যদি এটি সত্যি হয়ে থাকে, তবে ফেসবুক কাণ্ডের চেয়েও বড় এই তথ্য-ফাঁস কেলেঙ্কারি।

ট্রয় হান্ট ‘হ্যাভ আই বিন পন্ড’ নামে একটি ওয়েবসাইট চালান। এই ওয়েবসাইটে যে  কোনো ই-মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড পাঠানো হলে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে বলে দেয়- কোনো সময় কেউ সেই গোপন পাসওয়ার্ড জেনে ফেলে তা দিয়ে সেই ই-মেইল অ্যাড্রেস খুলেছিল কি না। কত বার খুলেছিল। কোথা কোথা থেকে হ্যাকার, স্প্যামাররা জেনে ফেলা গোপন পাসওয়ার্ড দিয়ে সেই ই-মেইল অ্যাড্রেসে ঢুকেছিল। কত তথ্যাদি তারা চুরি করেছিল।

ট্রয় হান্টই তার ব্লগে লিখেছেন, ২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ইমেল অ্যাড্রেস ফাঁস হয়ে গেছে। এর ফলে, কমপক্ষে ২৭০ কোটি  গোপনীয় রেকর্ড হ্যাকার, স্প্যামারদের হাতে পৌঁছে গেছে।

‘কালেকশন #ওয়ান’-এর ডাটা স্টোরেজের ক্ষমতা ৮৭ গিগাবাইট। তার মধ্যে রয়েছে ১২ হাজার বিভিন্ন ধরনের ফাইল। এসব ডাটা ফাঁস হয়ে গিয়েছিল একটি ক্লাউড-বেসড  শেয়ারিং ওয়েবসাইট ‘মেগা’র কাছে। হান্ট জানিয়েছেন, এই ‘মেগা’ আদতে হ্যাকার, স্প্যামারদের একটি সংগঠিত ফোরাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status