অনলাইন

'অগণতান্ত্রিকভাবে নির্বাচিতদের আন্দোলনের মাধ্যমে বিদায় করা হবে'

স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০১৯, শনিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

অগণতান্ত্রিকভাবে নির্বাচিতদের আন্দোলনের মাধ্যমে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সকালে গণফোরামের মতিঝিল কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল বলেন, ৩০শে ডিসেম্বর এদেশে কোনো নির্বাচন হয়নি। নির্বাচন ২৯শে ডিসেম্বরই হয়ে গেছে। জনগণ বলছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন এই অসাংবিধানিকভাবে নির্বাচিতদের বিরুদ্ধে দেশ ও জাতিকেই সিদ্ধান্ত নিতে হবে। সম্মিলিতভাবে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে জনগণের বিজয় হবেই।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্যদের এ বৈঠকে আগামী মার্চে গণফোরামের অনুষ্ঠিতব্য কাউন্সিলের জন্য বিভিন্ন কমিটি গঠন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status