বাংলারজমিন

পুলিশের বাধায় পণ্ড দৌলতপুরের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

 দৌলতপুরে আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসাকে মৌলবাদ, জামায়াত-শিবির তৈরির কারখানা বলে মিথ্যা অপবাদের প্রতিবাদে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। গতকাল দুপুর ১২টায় আল্লারদর্গা বাজারে ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করে। দৌলতপুরের কল্যাণপুরী পীরের দরবার শরীফের ওরশ মাহফিল উপলক্ষে আল্লারদর্গা বাজারে তোরণ নির্মাণ করতে গেলে ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা তোরণ নির্মাণে বাধা দেয়। এ নিয়ে পীরের অনুসারীরা ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে ১৭ই জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এরই প্রতিবাদে গতকাল আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার চেষ্টা করে। পরে পুলিশের বাধায় তা পণ্ড হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস কওমী মাদরাসার সুপার মাও. সামসুল হক ও আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি হবিবর রহমান লস্করসহ অন্যরা। মানববন্ধন ও মিছিলে মাদরাসার কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশ নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status