খেলা

কাতারেই ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ?

স্পোর্টস ডেস্ক

২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

২০২২ সালে কাতারে ৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। গত বুধবার  মরক্কোর শহর মারাকেশে এক সভা শেষে সাংবাদিকদের এই তথ্য দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কাতারে ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপের আয়োজন এতদিন শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার ফিফার সভাপতি নিজেই এই উদ্যোগের কথা বললেন। ১৯৯৮ সাল থেকে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে ২০২৬ সালের বিশ্বকাপ আসরে ৪৮টি দেশ খেলবে, এমন ঘোষণা আগেই দিয়েছে ফিফা। ফিফার সভাপতি ইনফান্তিনো  বলেন, আমরা ২০২৬ সালে ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপের আয়োজন করার পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছি। তবে কাতারেই ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা যায় কিনা সে ব্যাপারে ফিফা চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে আমরা কাতারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি এবং ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে কাতার ফেডারেশন আগ্রহী। অধিকাংশ সদস্য দেশ এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে এখানে কাতারের সাংগঠনিক দক্ষতা নিয়ে আমাদের ভাবতে হবে। অবশ্য শুধু কাতারেই ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। সেক্ষেত্রে কাতারের পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তা নিতে হবে। তবে পার্শ্ববর্তী অধিকাংশ দেশের সঙ্গে কাতারের রাজনৈতিক সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে খারাপ। মধ্যপ্রাচ্যের ফুটবলের জায়ান্ট দেশ সৌদি আরবের সঙ্গে কাতারের সম্পর্কটা বৈরী। ২০১৭ সালের জুন থেকেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ কাতারের ওপর কূটনেতিক এবং অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে। এই পরিস্থিতিতে কাতার পার্শ্ববর্তী দেশের সহায়তা কিভাবে পেতে পারে, এমন প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, আমরা এখানে ফুটবল নিয়ে আছি, রাজনীতি নিয়ে নয়। আমরা দেখবো কি করা যায়। ফিফা সভায় ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করেছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। ভিন্ন মহাদেশের দেশগুলো একসঙ্গে বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য বিড করলো এই প্রথমবার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status